মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


মাতুয়াইলে কারখানায় ভয়াবহ আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর মাতুয়াইলে একটি প্যাকেজিং কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে মাতুয়াইলের কোনাপাড়ায় টিনশেড কারখানাটিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগুনের লাগার খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং পরে আরও পাঁচটি ইউনিট কাজ করছে।

তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি।

-এএ


সম্পর্কিত খবর