রবিবার, ২৭ জুলাই ২০২৫ ।। ১২ শ্রাবণ ১৪৩২ ।। ২ সফর ১৪৪৭

শিরোনাম :
সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’ স্থাপনের ব্যাপারে বিএনপির প্রস্তাবে একমত এবি পার্টি তিন শতাধিক প্রতিষ্ঠানে ইতমিনান পাবলিকেশন্সের বই ৭ দফা দাবিতে ঢাকা আলিয়ার শিক্ষার্থীদের মানববন্ধন সাঁজোয়া যানে বিস্ফোরণ ঘটিয়ে দুই ইসরায়েলি সেনাকে হত্যা একটা নতুন সংবিধানের দাবিতে রাজপথে নেমেছি: নাহিদ ইসলাম রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মুসলিম উম্মাহর অবস্থান স্পষ্ট থাকতে হবে  অসুস্থ মাওলানা তাফাজ্জল হক আজিজকে দেখতে হাসপাতালে ইবনে শাইখুল হাদিস স্বাস্থ্য উপদেষ্টা বরাবরে মাওলানা কিফায়তুল্লাহ শফিকের খোলা চিঠি ৩ দিনের মধ্যে ঐকমত্যের কার্যক্রম সম্পন্নের আশা: ড. আলী রীয়াজ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩

মসজিদে ফজরের পর চায়ের আয়োজন—আলফজর টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী

মসজিদে আমরা নতুন একটি আয়োজন শুরু করেছি। আয়োজনটির‌ নাম- আলফজর টি। পৃথিবীর বিভিন্ন দেশে ওয়েকাপ টি আছে। মানে হলো, ঘুম থেকে ওঠার পর যে চা পান করা হয় একে বলা হয় ওয়েকাপ টি। ‌ আমরা শুরু করেছি ফজর টি। যে সকল মুসল্লিরা মাসজিদে ফজরের নামাজ আদায় করেন তাদেরকে নিয়ে সপ্তাহে দুদিন শুক্র ও শনিবার ফজরের পরে অজিফা শেষে একসাথে বসে চা পান করা। 

চায়ের সাথে কখনো কখনো টাও থাকে। কখনো বিস্কুট কখনো কেক। অথবা কখনও হালকা কোন খাবার। এটির আয়োজক মুসল্লিগণ। একেক দিন একেক জন। আজকে ফজরের পরে একজন নিয়মিত মুসল্লী, যিনি ঢাকার বেশ কয়েকটি বেকারির মালিক তিনি তার বেকারির বিস্কিট নিয়ে এলেন। ‌ আরেকদিন সেমাই এর ব্যবস্থার আলোচনা হলো। ‌ কড়া লিকারের রং চায়ের সাথে আন্তরিক মেলবন্ধন এবং পারস্পরিক কুশল বিনিময়। পাশাপাশি দ্বীনি বিভিন্ন বিষয়ে প্রশ্ন উত্তর ও আলোচনা। ‌ সবকিছু মিলে সামাজিক হৃদ্যতার এক অনন্য মানযার।

রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ ভিত্তিক সমাজ বিনির্মাণ করেছিলেন। আমরা মসজিদে কেবল নামাজের জন্য আসি। অথচ আমাদের আসা দরকার জীবনের সব সমস্যার সমাধানের জন্য, জীবনের সব প্রাঙ্গনের  প্রশান্তি ও ছুকুনের জন্য। মসজিদ হয়ে উঠুক আমাদের প্রাণের মেলবন্ধনের অনন্য দহলিজে।

যে কোনো দিন আমাদের ফজর টি-র দস্তরখানায় আপনাকেও স্বাগতম।

লেখক: খতিব, মিডিয়া আলোচক

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ