রবিবার, ২৭ জুলাই ২০২৫ ।। ১২ শ্রাবণ ১৪৩২ ।। ২ সফর ১৪৪৭

শিরোনাম :
মাইলস্টোন ট্র্যাজেডিতে মৃত্যুবরণকারীরা শহীদের মর্যাদাপ্রাপ্ত সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’ স্থাপনের ব্যাপারে বিএনপির প্রস্তাবে একমত এবি পার্টি তিন শতাধিক প্রতিষ্ঠানে ইতমিনান পাবলিকেশন্সের বই ৭ দফা দাবিতে ঢাকা আলিয়ার শিক্ষার্থীদের মানববন্ধন সাঁজোয়া যানে বিস্ফোরণ ঘটিয়ে দুই ইসরায়েলি সেনাকে হত্যা একটা নতুন সংবিধানের দাবিতে রাজপথে নেমেছি: নাহিদ ইসলাম রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মুসলিম উম্মাহর অবস্থান স্পষ্ট থাকতে হবে  অসুস্থ মাওলানা তাফাজ্জল হক আজিজকে দেখতে হাসপাতালে ইবনে শাইখুল হাদিস স্বাস্থ্য উপদেষ্টা বরাবরে মাওলানা কিফায়তুল্লাহ শফিকের খোলা চিঠি ৩ দিনের মধ্যে ঐকমত্যের কার্যক্রম সম্পন্নের আশা: ড. আলী রীয়াজ

দেশ কীভাবে চলবে সেটা বিদেশিরা বলবে কেন— প্রশ্ন মাসুদ কামালের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, কিছু রাজনৈতিক দল মনে করছে, সংস্কার প্রস্তাবগুলো দিচ্ছে কিছু এনজিও, বুদ্ধিজীবী ও কিছু বিদেশি ভাড়াটে ব্যক্তি। তিনি বলেন, ছয়টা কমিশনের মধ্যে আমি তিনটা কমিশনের নাম বলতে পারবো যেই কমিশনের প্রধান বিদেশি নাগরিক। দেশ কীভাবে চলবে সেটা বিদেশিরা কেন বলবে? সম্প্রতি কথা নামের একটি ফেসবুক পেজে দেওয়া ভিডিওতে তিনি এসব কথা বলেন।  

মাসুদ কামাল বলেন, দেশ কীভাবে চলবে সেটা আমরা বলতে পারি না? আমাদের লোক নেই? বিদেশ থেকে যারা এসেছেন তারা কি দুধে ধোয়া তুলসীপাতা নাকি? তাদের অতীত এবং বর্তমান সম্পর্কে আমাদের ধারণা আছে না? বিদেশ থেকে আনতে হবে কেন? এটা নির্বাহী সংস্কার কমিশন গঠনের শুরু থেকেই বলে আসছি।


তারা মনে করে দেশি লোক ভালো না। 
তিনি বলেন, কেউ যদি তার দেশকে, জন্মভূমিকে ভালোবাসে তার বিদেশের নাগরিকত্ব নেওয়ার প্রয়োজন কী? যারা এই দেশকে ঘৃণা করে চলে গিয়েছিল, তারা বলবে দেশ কীভাবে চলবে? 

তিনি আরো বলেন, সংস্কার সংশ্লিষ্ট বিদেশি নাগরিক যারা আছেন তারা তো সংস্কার শেষ হলে এই দেশে থাকবেন না, চলে যাবেন। তারা যদি নাগরিকত্ব ত্যাগ করে আসতেন, এই দেশে থাকার জন্য আসতেন তাহলে মেনে নিতাম তারা মহান।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ