রবিবার, ২৭ জুলাই ২০২৫ ।। ১২ শ্রাবণ ১৪৩২ ।। ২ সফর ১৪৪৭


আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই, ‍নাম প্রস্তাব করে পুরস্কার জেতার সুযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশিষ্ট দাঈ ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ সাধারণ দীনদার মুসলমানদের প্রয়োজন পূরণে একটি বই লিখছেন। সেই বইটি আগামী নভেম্বরে প্রকাশিত হবে। তিনি অনলাইনে বইটির নাম প্রস্তাব করতে অনুরোধ করেছেন। যার নাম নির্বাচিত হবে তাকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন বিশিষ্ট এই আলেম। 
 
রোববার (২০ জুলাই) রাতে নিজের ভেরিফাডেয় ফেসবুক পেইজে শায়খ আহমাদুল্লাহ ‘বইয়ের নাম প্রস্তাব করে পুরস্কার জিতুন’ শিরোনামে লিখেন-

এমন একটি বই লেখার স্বপ্ন বহুদিন ধরে পুষে এসেছি, যে বই প্রতিটি মুসলমানের দীনের অপরিহার্য জ্ঞান আহরণের প্রয়োজন পূরণ করবে। আলহামদুলিল্লাহ, বইটি লেখার কাজ আরম্ভ করেছি।

বইটিতে ইসলামের মৌলিক ও অপরিহার্য বিষয়সমূহ সন্নিবেশিত হবে, যেন একজন সাধারণ মুসলমান ইসলামের প্রয়োজনীয় বিধিনিষেধ জানতে পারেন এবং দৈনন্দিন জীবনে ইসলাম পালনে সহায়ক ভূমিকা পালন করতে পারে। 

বইটিতে কুরআন-সুন্নাহর আলোকে ঈমান, ইবাদত, লেনদেন, বিবাহ-সহ যাবতীয় জরুরি বিষয়ের গাইডলাইন থাকবে।

আল্লাহ তাওফীক দিলে বইটি আগামী ১ নভেম্বর প্রকাশিত হবে ইনশাআল্লাহ।

বইটির জন্য সুন্দর, অর্থবহ, মানানসই একটি নামের প্রয়োজন। মন্তব্যের ঘরে আপনার পছন্দের নামটি লিখুন। 

যার নাম নির্বাচিত হবে, তার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। পুরস্কার না জিততে পারলেও ভালো কাজে অংশগ্রহণের সওয়াব তো থাকছেই ইনশাআল্লাহ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ