বুধবার, ০৭ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ৯ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ হজযাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার নির্দেশ সৌদি যুবরাজের নারী কমিশন ইসলামিক চিন্তাবিদদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসছে ইসলামী আন্দোলন আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো? অধিকাংশ সংস্কার প্রস্তাবে ইসলামী আন্দোলনের ঐকমত্য, কয়েকটিতে দ্বিমত কোনো সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে: আইজিপি পল্টনে কুরআন শিক্ষা বোর্ডের কার্যকরী সদর দফতর উদ্বোধন পরিবারের ১০ সদস্য হারিয়ে বললেন- ‘আমিও যদি সুখী কাফেলায় শরিক হতাম!’

মাওলানা তারেক জামিলের সঙ্গে সাক্ষাৎ করলেন পাকিস্তানের ২ ব্লগার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

উপমহাদেশের প্রশিদ্ধ দায়ী আলেম মাওলানা তারেক জামিলের সঙ্গে দেখা করেছেন পাকিস্তানের ব্লগ দুনিয়ার বড় দুই নাম জায়েদ আলী এবং শাহ বীর জাফরি।

সাক্ষাতের সময় এই দুই ব্লগার মাওলানা তারিক জামিলের ব্যক্তিত্বের প্রতি নিজেদের মুগ্ধতার কথা জানিয়েছেন।

এই সময় শাহ বীর জাফরি মাওলানা তারিক জামিলের প্রশংস করতে গিয়ে বলেন, ‘আপনি মানুষের মাঝে ভালোবাসা ছড়িয়ে দিচ্ছেন, আপনার ভালোবাসায় পূর্ণ কথাগুলোতে আমি অনেক মুগ্ধ’।

জায়েদ আলী এবং শাহ বীর জাফরি নিজেদের ইন্সটাগ্রাম একাউন্টে মাওলানা তারেক জামিলের সঙ্গে তোলা ছবি আপলোড দিয়েছেন।

شاہ ویز جعفری، زید علی کی مولانا طارق جمیل سے ملاقات

জায়েদ আলি নিজের পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘এটা আমার জীবনের সেরা মুহুর্তগুলোর একটি, শাহ বীর জাফরির অনেক ইচ্ছে ছিল মাওলানা তারেক জামিলের সঙ্গে সাক্ষাৎ করার, তা আজ পূর্ণ হল’।

এই পোস্টের কমেন্ট বক্সে ব্লগার শাহ বীর জাফরি নিজের মুগ্ধতা প্রকাশ করতে গিয়ে লিখেছেন, ‘অনেক সুন্দর একটি সাক্ষাতের মুহুর্ত ছিল’।

ব্লগার শাহ বীর জাফরি নিজের ইন্সটাগ্রাম একাউন্টেও মাওলানা তারিক জামিলের ছবি শেয়ার করে লিখেছেন, ‘নিরেট ভালোবাসা’।

সূত্র: ডেইলি জং।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ