সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
ইসলামি দলগুলোর ঐক্য-সমঝোতা কতদূর? গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর-এর সমাবেশ  আদর্শিক বিরোধে গণ-অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত নয় : মাহফুজ আলম ইসলামি চার রাজনৈতিক দলের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত ‘স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে’ মোবাইলে লাউডস্পিকারে কথা বলা; ইসলাম কি বলে: শায়খ আহমদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার

সহিহ বুখারী মুখস্থ করার বিরল কৃতিত্ব অর্জন চার কওমি শিক্ষার্থীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| নাঈমুর রহমান নাঈম ||

প্রামাণ্য হাদিসগ্রন্থ সহিহ বুখারী মুখস্থ করার বিরল কৃতিত্ব অর্জন করেছেন কওমি মাদরাসার চার শিক্ষার্থী।

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত আল মারকাজুল ইসলামি বাগমুছা পানামনগর হিফজুল হাদিস বিভাগের ১৪৪৬ হিজরি / ২০২৫ ঈসায়ী শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন তারা।

মাদরাসার শিক্ষক (মুশরিফ) মুফতি হাফিজ রিয়াজ বিন আবু তাহের আওয়ার ইসলামকে জানান, প্রতি বছর আল মারকাজুল ইসলামি বাগমুছার ‘হিফজুল হাদিস বিভাগ’ থেকে শিক্ষার্থীরা সহিহ বুখারী ও সহিহ মুসলিম হিফজ করে থাকেন। সেই ধারাবাহিকতায় এ বছরও চারজন শিক্ষার্থী এই অসাধারণ সাফল্য অর্জন করেছেন, আলহামদুলিল্লাহ।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা অত্যন্ত আগ্রহ, নিষ্ঠা এবং পরিশ্রমের মাধ্যমে এই মহৎ কাজটি সম্পন্ন করে থাকেন। তাঁরা স্বতঃস্ফূর্তভাবে ৭,২৭৫টি হাদিস (তাকরার ছাড়া) মুখস্থ করার গৌরব অর্জন করেন।

সহিহ বুখারী মুখস্থকারী শিক্ষার্থীদের পরিচয়

১. হাসনাইন সারওয়ার
পিতা: জনাব আবদুল করিম
ঠিকানা: করিমগঞ্জ, কিশোরগঞ্জ

২. মাসউদুর রহমান
পিতা: জনাব তাজুল ইসলাম
ঠিকানা: মুক্তাগাছা, ময়মনসিংহ

৩. ফজলে রাব্বি
পিতা: জনাব ফখরুল ইসলাম বাবু
ঠিকানা: কবিরহাট, নোয়াখালী

৪. ওয়ালিদ হোসাইন
পিতা: জনাব শাহজাহান মিয়া
ঠিকানা: হাজীগঞ্জ, চাঁদপুর

শিক্ষক মুফতি হাফিজ রিয়াজের মতে, ‘এই সাফল্য শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং প্রতিষ্ঠানের মানসম্মত শিক্ষার ফল। তাদের এই অর্জন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে‌ বলে মনে করি’।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ