সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
ইসলামি দলগুলোর ঐক্য-সমঝোতা কতদূর? গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর-এর সমাবেশ  আদর্শিক বিরোধে গণ-অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত নয় : মাহফুজ আলম ইসলামি চার রাজনৈতিক দলের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত ‘স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে’ মোবাইলে লাউডস্পিকারে কথা বলা; ইসলাম কি বলে: শায়খ আহমদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার

জুলাই জনতার ব্যানারে শাহবাগীদের গ্রেফতারের দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুস্তাকিম আল মুনতাজ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে শাহবাগ গণজাগরণ মঞ্চের অন্যতম সমন্বয়ক কসাই লাকি আক্তার ও দেশদ্রোহী সেবাদাসদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২মার্চ) বিকালে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলার তরুণ আলেম মাওলানা এহসান জাকারিয়ার সভাপতিত্বে ও মাওলানা শাহ মিসবাহ এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সাধারণ শিক্ষার্থী তানজিয়া শিশির, সামায়েল রহমান, উসমান জাকি, আশরাফ উদ্দিন, আহবাব আল হামিদি, রুহুল আমীন প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, শাহবাগের কিট লাকি আক্তার ও তার দোসররা ২০১৩ সালে শাহবাগে ফ্যাসিজম কায়েম করেছিল। ২০২৫ সালেও শাহবাগীরা আবার তাদের বিষদাঁত প্রদর্শন করা শুরু করেছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল তারা পুলিশের ওপর পরিকল্পিত হামলা চালিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। ২০১৩ সালে তারা ‘বিচার চাই না, ফাঁসি চাই’ বলে বাংলাদেশের বিচারব্যবস্থাকে ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু ভুলে গেলে চলবে না, এটি ‘জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের’ পরবর্তী সময়। শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা পুনরায় শাহবাগ করতে দেবো না। আমরা সরকারকে আহ্বান করছি লাকি আক্তারসহ ভারতের সেবাদাস শাহবাগীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।

মানববন্ধনে বক্তারা ‘ইনকিলাব জিন্দাবাদ,চব্বিশের বাংলায় শাহবাগের ঠাঁই নাই, ধর্ষকদের ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় শাহবাগীদের ঠাই নাই, ফাঁসি চাই ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগান দেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ