সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
ইসলামি দলগুলোর ঐক্য-সমঝোতা কতদূর? গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর-এর সমাবেশ  আদর্শিক বিরোধে গণ-অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত নয় : মাহফুজ আলম ইসলামি চার রাজনৈতিক দলের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত ‘স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে’ মোবাইলে লাউডস্পিকারে কথা বলা; ইসলাম কি বলে: শায়খ আহমদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার

ডিআইজির আশ্বাসে তিন ঘণ্টা পর খুলশির সড়ক ছাড়লেন আন্দোলনকারীরা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ডিআইজি কার্যালয়ের সামনে তিন ঘণ্টা সড়ক অবরোধ শেষে সরে দাঁড়িয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা। ডিআইজি আহসান হাবীব পলাশের আশ্বাসের পর বুধবার (২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে তারা সড়ক ছেড়ে দেন।

এর আগে বিকেল পৌনে ৪টার দিকে খুলশি থানার সামনে ডিআইজি কার্যালয়ের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এতে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ এই সড়কে তীব্র যানজট দেখা দেয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

আন্দোলনকারীদের দাবি, পটিয়া থানার ওসি ও অভিযুক্ত পুলিশের অপসারণ ও শাস্তির বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে। ডিআইজি কার্যালয়ে গিয়ে কথা বলতে অস্বীকৃতি জানালে আন্দোলনকারীরা সড়কেই অবস্থান নিয়ে দাবি জানান।

শেষ পর্যন্ত ডিআইজি আহসান হাবীব পলাশ সড়কে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তিনি আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে দাবি বিবেচনার আশ্বাস দেন। পাশাপাশি ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠনের ঘোষণা দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম মহাসচিব সাজ্জাদ হোসাইন বলেন, "আমরা মানুষের দাবি নিয়ে এসেছি, তাই রাস্তায়ই দাবি তুলেছি।"

এর আগে বুধবার সকাল ১০টা থেকে পটিয়ার ইন্দ্রপুল এলাকায়ও অবরোধ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। মঙ্গলবার রাতে পটিয়া থানার পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে অন্তত ১৯ জন আহত হন বলে দাবি করা হয়েছে।

পুলিশ বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। আন্দোলনকারীরা বলছেন, পুলিশের হামলার বিচার না হলে আন্দোলন চলবে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ