নবাবগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জে রাতের আঁধারে জমিতে লাগানো তরিকুল ইসলাম নামে এক কৃষকের ১শ ২৬ টি মেহগনির চারা গাছ কেটে নষ্ট করে ফেলেছে দুর্বৃত্তরা।
গত শুক্রবার ( ১৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নলেয়া মৌজার মাঠে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক তরিকুল ইসলাম(২৭) উপজেলার পূর্ব ফতেপুর গ্রামের দুদু মিয়ার ছেলে। এ ঘটনায় তিনি নবাবগঞ্জ থানায় ৬ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেছেন।
এলাকাবাসী জানান, বোন জামাইয়ের পরামর্শে তরিকুল ইসলাম তার বাবার সঙ্গে নানা রকম ফলজ বৃক্ষ রোপনের মাধ্যমে কৃষিকে পেশা হিসাবে বেছে নেন। এরই অংশ হিসেবে কিছুদিন পূর্বে তার বোন জামাই রাসেদুল ইসলামের ক্রয় করা ১১ শতক জমিতে ১শ ২৬ টি মেহগনি গাছ রোপন করেন তরিকুল ইসলাম। তবে রাতের আধারে দূর্বৃত্তরা তার জমিতে থাকা মেহগনির সব গাছ কেটে নষ্ট করে ফেলেছেন।
তরিকুল ইসলাম জানান, কিছুদিন পূর্বে তার বোন জামাই ফরহাদ নামে এক ব্যাক্তির থেকে ২ লক্ষ টাকা শতক হারে ১১ শতক জমি ২২ লক্ষ টাকা দিয়ে ক্রয় করেন, সেখানে ইউক্যালিপটাস জাতের গাছের চারা লাগান তিনি । চারা লাগানোর পরে পার্শ্ববর্তী দুই জমির মালিক পক্ষ একই এলাকার আতর আলী(৬০), সোনাউল্লাহ(৬৫) শাহজাল মিয়া(২৯),মালেক আলী,শফিকুল ইসলাম (৪০) ও মুশফিকুর রহমান (৩৪) মাহমুদপুর ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে ইউক্যালিপটাস গাছ বড় হয়ে তাদের ফসলের ক্ষতি হবে মর্মে অভিযোগ দায়ের করেন।
তিনি আরও জানান, অভিযোগের ভিত্তিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাছ গুলো অপসারণ করে অন্য প্রজাতির গাছ লাগানোর নির্দেশ দেন তাকে। চেয়ারম্যানের নির্দেশ অনুযায়ী তিনি ইউক্যালিপটাস যাতের গাছের চারা অপসারণ করে, মেহগনি জাতের ১শ২৬ টি চারা রোপন করেন।
চারা রোপনের কিছুদিন পরে গত শুক্রবার সকালে তিনি তার বাবার সাথে জমিতে গাছের চারা দেখতে গিয়ে দেখেন, রাতের আধারে দূর্বৃত্তরা রোপনকৃত সব চারা উপরে ফেলে মাঝ বরাবর কেটে ফেলে নষ্ট করেছেন। এতে করে তার ৪০ থেকে ৫০ হাজার ক্ষয়ক্ষতি হয়েছে ।
তরিকুলের বাবা দুদু মিয়া বলেন, এলাকার কারো সঙ্গে আমাদের কোনো ঝামেলা নেই। আমরা কৃষক মানুষ সারা বছর ফলমূল চাষ করে সংসার চালায়। তবে মনে হচ্ছে কেউ হিংসা করে আমার সন্তানের এমন ক্ষতি করেছে। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। সেই গাছ যদি কেউ নষ্ট করে, তার কঠিন বিচার হওয়া দরকার ।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন বিষয় টি নিশ্চিত করে জানান, গাছের চারা নষ্ট করার বিষয়ে অভিযোগ পেয়েছি, সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।
এসএকে/