সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
ইসলামি দলগুলোর ঐক্য-সমঝোতা কতদূর? গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর-এর সমাবেশ  আদর্শিক বিরোধে গণ-অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত নয় : মাহফুজ আলম ইসলামি চার রাজনৈতিক দলের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত ‘স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে’ মোবাইলে লাউডস্পিকারে কথা বলা; ইসলাম কি বলে: শায়খ আহমদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার

মাদরাসা রেজিস্ট্যান্স ডে: সিলেটে সমাবেশ ও অভ্যুত্থানে আহতদের সংবর্ধনা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই বিপ্লবে মাদরাসা ছাত্রদের অবদান স্মরণে সরকার ঘোষিত  ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে’ উপলক্ষে ইউনাইটেড কওমি স্টুডেন্ট মুভমেন্টের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় জুলাই আন্দোলনে আহত কওমী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

সোমবার বেলা সাড়ে ৩টায় সিলেট কোর্ট পয়েন্টে এই সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদ পতনের চুড়ান্ত লড়াইয়ে কলেজ ইউনিবার্সিটি শিক্ষার্থীদের পাশাপাশি কওমি মাদরাসা শিক্ষার্থী ও আলেম উলামাও রক্ত দিয়েছেন। তাদের এই ত্যাগও অবিস্মরণীয় হয়ে আছে। 

বক্তারা আরও বলেন, জুলাই অভ্যুত্থানে শতাধিক কওমি শিক্ষার্থী শাহাদাত বরণ করেছেন,তাদের অবদান স্বরণীয় করে রাখতে সরকার ২১ জুলাই ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে’ ঘোষণা করায় আমরা সরকারকে সাধুবাদ জানাই। 

সমাবেশের সভাপতিত্ব করেন কওমি স্টুডেন্ট মুভমেন্টের অন্যতম সমন্বয়ক কাজির বাজার মাদ্রাসার ছাত্র সংসদের জিএস আজিজুল ইসলাম ইফতি।

হুসাইন আহমদ ও মুকাব্বির হুসেনের যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম সিলেট মহানগরীর সাংগঠনিক সম্পাদক জামেয়া মাদানিয়ার মুহাদ্দিস মওলানা শাহ মমশাদ আহমদ ,দারুস সালাম মাদ্রাসার উস্তাদ মওলানা নিয়ামতুল্লাহ খাসদবিরি, মুফতি রশিদ আহমদ, মওলানা রফিকুল ইসলাম মুশতাক, আব্দুর রহমান, কাজির বাজার মাদ্রাসার ছাত্র সংসদের সাবেক জিএস আখতার হুসেন, মাহফুজ হুসাইন, আব্দুল কাইয়ুন, মুবিন, হাফিজ দেলওয়ার হুসাইন, রায়হান উদ্দিন, আশরাফ আলি খান প্রমুখ

সমাবেশ শেষে ফ্যাসিবাদি ঘাতকদের ফাসির দাবিতে একটি বিশাল মিছিল চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ