সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
ইসলামি দলগুলোর ঐক্য-সমঝোতা কতদূর? গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর-এর সমাবেশ  আদর্শিক বিরোধে গণ-অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত নয় : মাহফুজ আলম ইসলামি চার রাজনৈতিক দলের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত ‘স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে’ মোবাইলে লাউডস্পিকারে কথা বলা; ইসলাম কি বলে: শায়খ আহমদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার

নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬, একই পরিবারের ৫ জন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনসহ মোট ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার আইড়মারী এলাকার তরমুজ পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে পাঁচজনের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামে। তারা সবাই একই পরিবারের সদস্য বলে নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ওসি মো. সোলাইমান শেখ এবং বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন।

বনপাড়া হাইওয়ে পুলিশের বরাত দিয়ে জানা গেছে, মেহেরপুর থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে। সংঘর্ষের তীব্রতায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনাস্থলেই মাইক্রোবাসচালক রুবেল হোসেনসহ পাঁচজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানেও একজনের মৃত্যু হয়। অপর আহত ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ওসি ইসমাইল হোসেন জানান, নিহতদের মধ্যে একজন পুরুষ ও পাঁচজন নারী। তারা কুষ্টিয়ার দৌলতপুর থেকে সিরাজগঞ্জে একজন রোগী দেখতে যাচ্ছিলেন। পথেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাইক্রোবাসটি ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ঠিক তখনই ট্রাকটির সঙ্গে সংঘর্ষ হয়।
এ ঘটনায় পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ