সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
ইসলামি দলগুলোর ঐক্য-সমঝোতা কতদূর? গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর-এর সমাবেশ  আদর্শিক বিরোধে গণ-অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত নয় : মাহফুজ আলম ইসলামি চার রাজনৈতিক দলের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত ‘স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে’ মোবাইলে লাউডস্পিকারে কথা বলা; ইসলাম কি বলে: শায়খ আহমদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার

 অত্যাধুনিক হচ্ছে ঢাবির কেন্দ্রীয় মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

‘ঢাকা বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্প’ দুই হাজার ৮৪০ কোটি টাকা একটি প্রকল্প নিয়েছে সরকার। এই প্রকল্পের অধীনে বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান এক তলা মসজিদুল জামিয়া ভবন (কেন্দ্রীয় জামে মসজিদ) ভেঙে অত্যাধুনিক ৪ তলা নতুন ভবন নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। সেখানে থাকবে নানা সুবিধা।

প্রকল্পের সারসংক্ষেপ থেকে জানা গেছে, সরকারের এই আধুনিকায়নের প্রকল্পে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান ১-তলা মসজিদুল জামিয়া ভবন ভেঙে ১টি সেমি বেজমেন্ট ফ্লোরসহ (৫ তলা ভিতে ৪ তলা) মসজিদুল জামিয়া কমপ্লেক্স নির্মাণের জন্য একনেকে অনুমোদন দেওয়া হয়েছে।

জানা গেছে, সময়ের প্রয়োজনে ক্যাম্পাসের বিভিন্ন অবকাঠামোতে করা হয়েছে নানা সংযোজন ও বিয়োজন। তবে ১৯৬৬ সালে ৫ বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত কেন্দ্রীয় জামে মসজিদে আসেনি কোনো পরিবর্তন। দীর্ঘ ৫৯ বছর পেরিয়ে গেলেও এতোদিন মসজিদটির আধুনিকায়নে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। এছাড়াও ২০১৮ সাল থেকে সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ৫৬০টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা করা হলেও সেখানে ঠাঁই পায়নি ঢাবির সেন্ট্রাল মসজিদ।

১৯৬৬ সালের ২০ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি ড. ওসমান গনি মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পবিত্র রমজান মাসের এক শুক্রবার উদ্বোধনের পর এখানে প্রথম মাগরিবের নামাজ আদায় করা হয়। বিশ্ববিদ্যালয়ের ২৩টি মসজিদের মধ্যে এটিই সেন্ট্রাল মসজিদ হিসেবে পরিচিত। মসজিদটির দুটি মিনার, কারুকার্যখচিত দরজা-জানালা, ৯টি ঝাড়বাতি ও দুটি বই রাখার আলমারি রয়েছে। মসজিদে একসঙ্গে প্রায় আড়াই হাজার ধর্মপ্রাণ মুসলমান নামাজ আদায় করতে পারেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ