ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের প্রতিবাদে আগামীকাল ১ আগস্ট শুক্রবার বাদ জুম'আ মুরাদনগর ইসলামী চত্বরে উপজেলা কওমী তরুণ ওলামা পরিষদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।
জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় ঢাকায় স্থাপনের সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও তীব্র আপত্তি জানিয়ে মুরাদনগর উপজেলা কওমী তরুণ ওলামা পরিষদের সদস্যরা বলেছেন, সরকার একজন পররাষ্ট্র উপদেষ্টা এ সিদ্ধান্তকে ‘বাংলাদেশের স্বার্থে’ বলে ব্যাখ্যা দিলেও জাতির সামনে এই স্বার্থ স্পষ্ট নয়।
তারা আরও বলেছেন, বাংলাদেশ একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র এবং দেশের নিজস্ব সংবিধান, বিচার ব্যবস্থা ও মানবাধিকার কমিশন রয়েছে, তাই আন্তর্জাতিক পর্যবেক্ষক প্রতিষ্ঠানের স্থায়ী উপস্থিতি গ্রহণযোগ্য নয়।
এতে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সুযোগ তৈরি হবে, যা দেশের সংস্কৃতি, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক ঐক্যের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে।
এমএইচ/