গোপালগঞ্জে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখে জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে জেলা শহরের স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। তিনি কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলি বিশ্বাস, স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহে আলম, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
এবার এসএসসি পরীক্ষায় গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্কুল থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৩১ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও প্রেরণা যোগাবে বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা।
এসএকে/