সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
ইসলামি দলগুলোর ঐক্য-সমঝোতা কতদূর? গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর-এর সমাবেশ  আদর্শিক বিরোধে গণ-অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত নয় : মাহফুজ আলম ইসলামি চার রাজনৈতিক দলের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত ‘স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে’ মোবাইলে লাউডস্পিকারে কথা বলা; ইসলাম কি বলে: শায়খ আহমদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার

পারিবারিক বিরোধে যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বরিশাল সদর উপজেলার কাশিপুরে পারিবারিক বিরোধের জেরে লিটু সিকদার (৪২) নামে এক যুবককে নৃশংসভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের ছোট ভাই সুমন সিকদার (৩৫) ও বোন মুন্নি (৩৮)। হামলার সময় ঘরে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগও করা হয়।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় উপজেলার কাশিপুর ইউনিয়নের বিল্ববাড়ী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত লিটু সিকদার বিল্ববাড়ী গ্রামের নজির সিকদারের ছেলে। হামলায় গুরুতর আহত দুই ভাই-বোনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত মুন্নি জানান, তার স্বামী জাকির হোসেন গাজী গোপনে আরেকটি বিয়ে করায় দাম্পত্য কলহ শুরু হয়। এ নিয়ে সম্প্রতি তারা একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা করেন। বৃহস্পতিবার মামলার এক শুনানিতে জামিন পেয়ে ভাই লিটু সিকদার পুলিশের উপস্থিতিতে তাকে বাড়িতে পৌঁছে দিতে আসেন। এ সময় অতর্কিতে একদল লোক তাদের ওপর হামলা চালায়। পুলিশের সামনেই তারা ঘরে ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এবং লিটুকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। হামলায় তিনজনই গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীরা লিটু সিকদারকে কুপিয়ে একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। এছাড়াও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষত-বিক্ষত করা হয়। আহত সুমন ও মুন্নির অবস্থাও সংকটজনক।

ঘটনার পর পরিবারের সদস্যরা ন্যায়বিচারের দাবি জানালেও স্থানীয় এয়ারপোর্ট থানার ওসি জাকির শিকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন কল কেটে দেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ