সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
‘স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে’ মোবাইলে লাউডস্পিকারে কথা বলা; ইসলাম কি বলে: শায়খ আহমদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার খুনিদের ভয়ে কোনো আত্মীয়-স্বজনের বাড়িতে যেতে পারি না ইসলামী আন্দোলনের মহাসচিবের সঙ্গে ইরানি প্রতিনিধি দলের সাক্ষাৎ  ‘ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আলেম-ওলামার সক্রিয় ভূমিকা ছিল’ ‘বসিলা আন্দোলন জমানোর পিছনে আমাদের মাদ্রাসার বড় ভূমিকা ছিল’

বাংলাদেশ খেলাফত যুব মজলিসের তালিমি মজলিস অনুষ্ঠিত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ খেলাফত যুব মজলিস গাজীপুর জেলা শাখার আওতাধীন শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে একটি তা’লিমী মজলিস। 

শুক্রবার, ১ আগস্ট ২০২৫, ফজরের নামাজের পর থেকে শুরু হওয়া এ মজলিসে ইসলামী চেতনা জাগরণ, আদর্শ সমাজ গঠন এবং সংগঠনের সদস্যদের দ্বীনি শিক্ষা ও আদর্শে বলীয়ান করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

মজলিসে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর জেলা শাখার সম্মানিত সভাপতি মাওলানা মাসউদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মালেক আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমুদুল্লাহ সাকিব, যুব মজলিস গাজীপুর জেলা শাখার সভাপতি মাওলানা ফয়জুল্লাহ আল ফরিদি, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুজাম্মেল হক, শ্রীপুর উপজেলা সভাপতি মাওলানা হাদিউজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আহমাদ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দায়িত্বশীলবৃন্দ।

মজলিসে বক্তারা বলেন, “আদর্শ ও ইমানদার নেতৃত্ব তৈরিতে তালীমি কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের দ্বীনি দায়িত্বশীলতা ও সংগঠনের কাঠামো বুঝে কাজ করতে হবে।” তারা সংগঠনের লক্ষ্য, কর্মপদ্ধতি ও তরুণ প্রজন্মের অগ্রণী ভূমিকার বিষয়ে আলোকপাত করেন।

তালীমি মজলিসটি মিলনমেলায় পরিণত হয়, যেখানে দ্বীন, দাওয়াহ ও আন্দোলনের প্রতি নবউদ্দীপনা সৃষ্টি হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ