গতকাল ৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার বিকেলে মাদানী মিলনায়তনে ছাত্র জমিয়ত বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগর শাখার উদ্যোগে ২৪শের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন মহানগর সহ-সভাপতি হাফেজ সুলাইমান মাহমুদ এবং সঞ্চালনায় ছিলেন জেলা সাধারণ সম্পাদক আব্দুল্লাহ।
অনুষ্ঠানে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আহতদের দ্রুত আরোগ্য ও শহীদদের রূহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। পাশাপাশি ‘আগামীর বাংলাদেশ বিনির্মাণে ছাত্র সমাজের করণীয়’ শীর্ষক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগরের সাবেক সভাপতি এম শাহরিয়ার হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্র জমিয়ত বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ-সভাপতি হাফেজ আঃ আঃ ছাব্বিত, জেলা সভাপতি ও বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দিন। মহানগর সাহিত্য-সম্পাদক হাফেজ জুবায়ের, সিয়াম, মাহফুজ, আশিকুর রহমান ও ঝাউতলা ক্যাম্পাস শাখা দায়িত্বশীলগণ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আইএইচ/