সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
‘স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে’ মোবাইলে লাউডস্পিকারে কথা বলা; ইসলাম কি বলে: শায়খ আহমদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার খুনিদের ভয়ে কোনো আত্মীয়-স্বজনের বাড়িতে যেতে পারি না ইসলামী আন্দোলনের মহাসচিবের সঙ্গে ইরানি প্রতিনিধি দলের সাক্ষাৎ  ‘ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আলেম-ওলামার সক্রিয় ভূমিকা ছিল’ ‘বসিলা আন্দোলন জমানোর পিছনে আমাদের মাদ্রাসার বড় ভূমিকা ছিল’

নোয়াখালীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল: ৬৩ জনের নামে মামলা, গ্রেপ্তার ৬


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল করার ঘটনায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে সংগঠনটির ৬৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান শুক্রবার বিকেলে গণমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পুলিশ বাদী হয়ে বৃহস্পতিবার রাতে ৪৩ জনের নাম উল্লেখ করে এবং ১৫–২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের করিমপুর এলাকার নুর নবী ওরফে রাজু (৩১) ও আবদুল আহাদ (১৮), শরিফুল ইউনিয়নের বাবুনগর গ্রামের মো. শ্রাবণ (১৯), পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গনিপুর গ্রামের জাহিদুল হাসান (১৯), সদর উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের চর কাউনিয়া গ্রামের মো. আরমান (১৯)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে চৌমুহনী রেললাইন থেকে হাসান সড়ক পর্যন্ত ২৫-৩০ জন কিশোর ও তরুণ ছাত্রলীগের ব্যানার ও ফেস্টুন নিয়ে ঝটিকা মিছিল করে। মিছিলে ‘শেখ হাসিনা ফিরবে’ ও ‘অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে’ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

স্থানীয়দের ভাষ্য মতে, মিছিলের নেতৃত্বে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী জিহাদ হাসান রতন। পরে সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল শিহাব মিছিলের ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন।

মিছিল শেষে পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে দুটি ফেস্টুন ও তিনটি লাঠি উদ্ধার করা হয়।

ওসি লিটন দেওয়ান জানান, “গ্রেপ্তারকৃতদের মধ্যে পাঁচজন এজাহারনামীয় আসামি এবং একজন অজ্ঞাত আসামি। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ