সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
মোবাইলে লাউডস্পিকারে কথা বলা; ইসলাম কি বলে: শায়খ আহমদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার খুনিদের ভয়ে কোনো আত্মীয়-স্বজনের বাড়িতে যেতে পারি না ইসলামী আন্দোলনের মহাসচিবের সঙ্গে ইরানি প্রতিনিধি দলের সাক্ষাৎ  ‘ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আলেম-ওলামার সক্রিয় ভূমিকা ছিল’ ‘বসিলা আন্দোলন জমানোর পিছনে আমাদের মাদ্রাসার বড় ভূমিকা ছিল’ ১১ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১২১, আহত ৫ হাজারের বেশি: টিআইবি

জনপ্রিয় হয়ে উঠছে ইসলামবান্ধব সোশ্যাল মিডিয়া ‘আলফাফা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

‘আলফাফা’ একটি ইসলামবান্ধব সোশ্যাল মিডিয়া। বর্তমানে ১৬৫টিরও বেশি দেশের মুসলিমরা প্ল্যাটফর্মটি ব্যবহার করছেন। বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাংলাদেশ, পাকিস্তান ও ভারতে এর ব্যবহার দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। প্লে স্টোর থেকে ইতোমধ্যে দুই মিলিয়নেরও বেশি ডাউনলোড হয়েছে অ্যাপটি।

মূলধারার সামাজিক মাধ্যমগুলোর বিকল্প হিসেবে তৈরি করা হলেও ‘আলফাফা’ নিজেকে আলাদাভাবে উপস্থাপন করেছে ইসলামি নীতিমালার ভিত্তিতে পরিচালিত একটি নিরাপদ ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে। এখানে অশ্লীলতা, ফিতনা বা ইসলামবিরোধী কোনো কনটেন্টের সুযোগ নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রে বসবাসরত কিছু ইসলামপ্রিয় মুসলিম তরুণ এই উদ্যোগের সূচনা করেন। তাদের উদ্দেশ্য ছিল এমন একটি সোশ্যাল মিডিয়া তৈরি করা, যেখানে ঈমান ও আমল রক্ষা করে দাওয়াহ, শিক্ষা, ব্যবসা ও সামাজিক সংযোগ বজায় রাখা সম্ভব হবে।

আলফাফার নির্বাহী পরিচালক আসিফ সাঈদ গণমাধ্যমকে জানান, ‘বিশ্বজুড়ে মুসলমানদের জন্য সামাজিক যোগাযোগের যে প্রয়োজন, তা পূরণে মূলধারার মাধ্যমগুলো যথেষ্ট নয়। বরং সেসব প্ল্যাটফর্মে ইসলামি মূল্যবোধ রক্ষা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এ কারণেই আমরা ইসলামি মতাদর্শে পরিচালিত একটি হালাল প্ল্যাটফর্ম চালু করেছি।’

সম্প্রতি প্রতিষ্ঠানটি ‘Alfafaa Connect’ নামে একটি লাইট ভার্সন চালু করেছে, যা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য তৈরি। এটি কম ডেটা খরচে দ্রুতগতির অভিজ্ঞতা প্রদান করে।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্ল্যাটফর্মটিতে প্রতিদিন নির্দিষ্ট সময়ে কোরআন তিলাওয়াত, হাদিস ও বিভিন্ন ইসলামি কনটেন্ট প্রকাশ করা হয়। এছাড়াও ব্যবহারকারীরা এখানে তাদের ব্যবসা, মসজিদ, হালাল রেস্টুরেন্ট, চাকরি বা পেশাদার প্রোফাইল বিনামূল্যে তালিকাভুক্ত করতে পারেন।

এটি শুধু সামাজিক মাধ্যম নয়, বরং একটি পূর্ণাঙ্গ মুসলিম ইকোসিস্টেম হিসেবেও কাজ করছে। ব্লগ, ফোরাম, জবস, টিচিং, ই-কমার্সসহ নানা ফিচারে সমৃদ্ধ এ প্ল্যাটফর্মে এক ক্লিকেই বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বন্ধু ও পরিবারের সঙ্গে সহজে সংযোগ স্থাপন করা সম্ভব।

গুগল প্লে স্টোরে ‘alfafaa’ লিখে সার্চ করলেই অ্যাপটি ডাউনলোড করা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ