সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
‘স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে’ মোবাইলে লাউডস্পিকারে কথা বলা; ইসলাম কি বলে: শায়খ আহমদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার খুনিদের ভয়ে কোনো আত্মীয়-স্বজনের বাড়িতে যেতে পারি না ইসলামী আন্দোলনের মহাসচিবের সঙ্গে ইরানি প্রতিনিধি দলের সাক্ষাৎ  ‘ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আলেম-ওলামার সক্রিয় ভূমিকা ছিল’ ‘বসিলা আন্দোলন জমানোর পিছনে আমাদের মাদ্রাসার বড় ভূমিকা ছিল’

৪০ দিন জামাতে নামাজ, পুরস্কার হিসেবে সাইকেল পেল শিশু-কিশোররা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে ৪০ দিন ধারাবাহিকভাবে তাকবীরে উলার সঙ্গে মসজিদে জামাতে নামাজ আদায়কারী শিশু-কিশোরদের হাতে তুলে দেওয়া হয়েছে সাইকেলসহ নানা পুরস্কার।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে উপজেলার কুতুবপুর জামাল উদ্দিন ভূঁইয়া জামে মসজিদ প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাওমী ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাত।

মসজিদ কমিটির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স নোয়াখালী অফিসের ভাইস প্রেসিডেন্ট মনিরুল ইসলাম মনির, সাংবাদিক ইয়াকুব নবী ইমন, চিকিৎসক ডা. আক্তারুজ্জামান বাদল এবং সমাজসেবী গোলাম শাহরিয়ার রিংকু।

অনুষ্ঠানে জানানো হয়, প্রতিযোগিতায় বিজয়ী সাতজন শিশু-কিশোরকে সাইকেল প্রদান করা হয়েছে। এছাড়া অংশগ্রহণকারী বাকি ৪৪ জনকেও সান্ত্বনা পুরস্কার হিসেবে নগদ অর্থ, সম্মাননা এবং রাহনুমা পাঠাগারের পক্ষ থেকে বই উপহার দেওয়া হয়।

আয়োজকরা জানান, শিশু-কিশোরদের মসজিদমুখী ও ধর্মপ্রাণ করে গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত অংশগ্রহণকারীরা জানায়, এই আয়োজন তাদের নিয়মিতভাবে জামাতে নামাজ পড়তে অনুপ্রাণিত করবে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ