দীর্ঘ ১৫ বছর ইমামতি করার পরে মসজিদের ইমাম হাফেজ মো. আবু ইউসুফ আকনকে রাজকীয়ভাবে বিদায় দিয়েছে এলাকাবাসী। তিনি ঝালকাঠির নলছিটির উপজেলার উত্তর মগড় হাওলাদার বাড়ি জামে মসজিদের ইমাম ছিলেন।
শুক্রবার (১ আগস্ট) বিকেলে ঘোড়ার গাড়িতে করে তাকে রাজকীয় বিদায় জানানো হয়।
এর আগে, মসজিদ কমিটির পক্ষ থেকে ৫০ হাজার টাকা ও অন্যান্য উপহার সামগ্রী প্রদান করা হয় তাকে।
ইমাম প্রতি বিরল এ সম্মাননা জানানো মসজিদ কমিটিকে ধন্যবাদ দিয়েছে স্থানীয়রা।
অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটি বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, মসজিদ পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল আমীন হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। এসময় বিশেষ শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এমএইচ/