মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫ ।। ২৮ শ্রাবণ ১৪৩২ ।। ১৮ সফর ১৪৪৭


দারুল উলুম রামপুরায় ভর্তি শুরু ৭ শাওয়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর অন্যতম শীর্ষ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান রামপুরার বনশ্রীতে অবস্থিত জামিয়া ইসলামিয়া দারুল উলুম রামপুরা বনশ্রী মাদরাসা। মাদরাসাটির মুহতামিম  মাওলানা ইয়াহইয়া মাহমূদ।

মাদরাসায় বুখারী শরীফের দরস দেন শাইখুল হাদীস আল্লামা উবাইদুল্লাহ ফারুক (শাইখুল হাদীস, দারুল উলূম রামপুরা ও জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাকা) ও  তিরমিজি শরীফের দরস দেন মাওলানা মুফতি মকবুল হুসাইন (সাবেক নাযিমে তালিমাত, জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাকা)।

ইফতার তত্ত্বাবধায়ক হিসাবে রয়েছেন মুফতি হাফিজুদ্দীন (নায়েবে মুহতামিম, জামিয়া শারইয়্যাহ মালিবাগ, ঢাকা)।

সম্প্রতি মাদরাসাটি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভর্তি শুরু হবে রমজানের পর ৭ শাওয়াল থেকে।

ভর্তি চলবে যেসব বিভাগে:

  • মক্তব
  • হিফজ
  • ইবতেদায়ী-তাকমীল
  • ইফতা (এক বছর)

বৈশিষ্ট্য

অভিজ্ঞ ও দক্ষ উস্তাদগণের সার্বক্ষণিক নেগরানিতে বেড়ে ওঠার সুযোগ।
নিজস্ব ভবনে নিরিবিলি মনোরম পরিবেশে পাঠদান।
মানসম্মত খাবার পরিবেশন।
মেধাবী অসহায় ছাত্রদের এমদাদী খানার সুব্যবস্থা।

যোগাযোগ : ০১৭২১৯৪০৯৪৮, ০১৭২৮৭৭৭০৭৭, ০১৮১৯২১৯৩৭৪

ঠিকানা : ৩৮৪/২ টিভি রোড, রামপুরা, ঢাকা (টিভি সেন্টারের পিছনে)

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ