হাসনাইন আহমেদ হাওলাদার, ভোলা প্রতিনিধি
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের খুন্না বাড়ির আবুল কাশেমের বসতঘর ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। আকস্মিক এই অগ্নিকাণ্ডে পরিবারটি গৃহহীন হয়ে চরম মানবিক সংকটে পড়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শনে যান সাচড়া ইউনিয়নের আমির ও চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মিজানুর রহমান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন এবং সবসময় পাশে থাকার আশ্বাস দেন।
পরদিন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মাকসুর রহমান ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান এবং সহায়তা স্বরূপ তিন বান টিন প্রদান করেন। তিনি বলেন,
আমরা শুধু আজ নয়, ভবিষ্যতেও তাদের পাশে থাকব,।
স্থানীয়রা জানান, হঠাৎ ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে। দ্রুত সহায়তা না পেলে তাদের চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাতে হবে।
মাওলানা মাকসুর রহমানের সহানুভূতিশীল এই ভূমিকা স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়েছে।
আরএইচ/