সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
ইসলামি দলগুলোর ঐক্য-সমঝোতা কতদূর? গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর-এর সমাবেশ  আদর্শিক বিরোধে গণ-অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত নয় : মাহফুজ আলম ইসলামি চার রাজনৈতিক দলের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত ‘স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে’ মোবাইলে লাউডস্পিকারে কথা বলা; ইসলাম কি বলে: শায়খ আহমদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার

ইন্দোনেশিয়ায় যুক্তরাষ্ট্রসহ ৭ দেশের ২ সপ্তাহের বিশাল সামরিক মহড়া শুরু


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

সুপার গরুদা শিল্ড ২০২৩ নামের এ বার্ষিক যৌথ মহড়া ৩১ আগষ্ট ইন্দোনেশিয়ার পূর্ব জাভার উপকূলীয় শহর বালুরানে শুরু হয়েছে। সূত্র: অ্যারাব নিউজ

চীনের ক্রমবর্ধমান আগ্রাসী মনোভাবের প্রতি লক্ষ্য রেখে মার্কিন নেতৃত্বে এ মহড়ায় অংশগ্রহণকারী অন্য দেশগুলো হলো- অস্ট্রেলিয়া, জাপান, সিঙ্গাপুর, যুক্তরাজ্য ও ফ্রান্স।

২০০৯ সাল থেকে চলে এ যৌথ মহড়ায় মার্কিন ও ইন্দোনেশিয়ার সেনারা তারা গোলাবর্ষণ করে আসছে। গত বছর এ মহড়ায় যোগদেয় অস্ট্রেলিয়া, জাপান ও সিঙ্গাপুর। চলতি বছর এ মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাজ্য ও ফ্রান্স। এসব দেশের মোট ৫০০০ সেনা মহড়ায় অংশ নিচ্ছে এ মহড়ায়।

চীন এ সম্প্রসারিত সামরিক মহড়াতে তার প্রতি হুমকি বলে মনে করছে। চীনের ক্রমবর্ধমান সামরিক ও কূটনৈতিক প্রভাব মোকাবিলায় যুক্তরাষ্ট্র  ন্যাটোর অনুরূপ ভারত-প্রশান্ত মহাসাগরীয় সামরিক জোট গড়ে তোলার চেষ্টা করার জন্য ওয়াশিংটনকে অভিযুক্ত করেছে বেইজিং।

দুই সপ্তাহব্যাপী এ মহড়ায় ব্রুনেই, ব্রাজিল, কানাডা, জার্মানি, ভারত, মালয়েশিয়া, নেদারল্যানডস, নিউজিল্যান্ড, পপুয়া নিউগিনি, ফিলিপাইন্স, দক্ষিণ কোরিয়া এবং পূর্ব তিমুরও পর্যবেক্ষক পাঠিয়েছে।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মার্কিন সেনাবাহিনীর কমান্ডিং জেনারেল চার্লস ফ্লাইন বলেছেন, ১৯টি দেশ এ প্রশিক্ষণ মহড়ায় সংশ্লিষ্ট হয়েছে যাতে অবাধ ও উন্মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সুরক্ষায় শক্তিশালী বহুজাতিক সংহতির বহিঃপ্রকাশ ঘটেছে। 

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ