পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীতে প্রত্যেক ফরজ নামাজে মূল ইমাম ও মুয়াজ্জিনের পাশাপাশি অতিরিক্ত (ব্যাকআপ) ইমাম ও মুয়াজ্জিন নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। হারামাইন শরিফাইনের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আব্দুর রহমান আস-সুদাইস এই সিদ্ধান্ত ও নির্দেশনার কথা জানিয়েছেন।
শায়খ সুদাইস বলেন, প্রত্যেক নামাজে রিজার্ভ ইমাম নিশ্চিত করার মাধ্যমে আমরা বিশ্বজুড়ে মুসলমানদের প্রতি আমাদের দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ থাকছি। এ উদ্যোগ নামাজ ও আজানের সৌন্দর্য ও শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখবে। দ্য ইসলামিক ইনফরমেশন জানায়, নতুন এই নিয়ম অনুযায়ী দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের প্রতিটিতে একজন প্রধান ইমাম ও মুয়াজ্জিন থাকবেন।
এছাড়াও একজন অতিরিক্ত ইমাম ও মুয়াজ্জিন দায়িত্বে থাকবেন। কোনো কারণে মূল ইমাম বা মুয়াজ্জিন উপস্থিত থাকতে না পারেন (অসুস্থতা, সময়সূচি সমস্যা ইত্যাদি), তাহলে সঙ্গে সঙ্গে অতিরিক্ত ইমাম ও মুয়াজ্জিন দায়িত্ব পালন করবেন। নামাজ ও আজানের বিলম্ব এড়াতে এবং হাজী ও মুসল্লিদের ইবাদতের ধারাবাহিকতা ও পবিত্রতা রক্ষা করাসহ দুই পবিত্র মসজিদের (হারাম ও নববি) ধর্মীয় ব্যবস্থাপনা আরও সুসংগঠিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।