সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
ইসলামি দলগুলোর ঐক্য-সমঝোতা কতদূর? গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর-এর সমাবেশ  আদর্শিক বিরোধে গণ-অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত নয় : মাহফুজ আলম ইসলামি চার রাজনৈতিক দলের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত ‘স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে’ মোবাইলে লাউডস্পিকারে কথা বলা; ইসলাম কি বলে: শায়খ আহমদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার

যুক্তরাষ্ট্রে নার্সিং হোমে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ফ্যাল রিভার শহরের একটি নার্সিং হোমে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন, যাদের একজনের অবস্থা আশঙ্কাজনক। ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে স্থানীয় সময় রবিবার রাত ১০টার কিছু আগে।

সিএনএন-এর বরাতে জানা গেছে, শহরের ‘গ্যাব্রিয়েল হাউস’ নামক একটি সিনিয়র কেয়ার সেন্টারে এ অগ্নিকাণ্ডে প্রাণহানি ঘটে। ভবনটিতে আগুন লাগার সময় অনেকেই ঘুমিয়ে ছিলেন এবং অগ্নিকাণ্ডের শুরুতে তারা আটকা পড়ে যান।

ফায়ার সার্ভিসের প্রধান জেফ্রি বেকন সোমবার সকালে জানান,

“এই অগ্নিকাণ্ড ছিল এক অবর্ণনীয় ট্র্যাজেডি। আমরা ৯ জনের মৃত্যু নিশ্চিত করেছি এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।”

দমকলকর্মীরা জানায়, আগুনে আক্রান্তদের উদ্ধারে তারা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অভিযান চালায়। ধোঁয়ায় দমবন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা ছিল অনেকেরই। আহত পাঁচজন দমকলকর্মী প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।

ফল রিভারের মেয়র পল কুগান বলেন,

“ভবনের অধিকাংশ বাসিন্দা বয়স্ক ও চলাচলে অক্ষম হওয়ায় তাদের সরিয়ে নিতে বাড়তি সময় ও সহায়তা প্রয়োজন হয়। অগ্নিকাণ্ডের সময় ভবনের মালিক ও কর্মীরা যথেষ্ট সহযোগিতা করেছেন।”

ফল রিভার পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের কর্মকর্তারা দরজা ভেঙে প্রবেশ করে এক ডজনের বেশি বাসিন্দাকে উদ্ধার করেন।

“দ্রুত পদক্ষেপ ও সাহসিকতার কারণেই আরও প্রাণহানি রোধ করা সম্ভব হয়েছে,” বলা হয় বিবৃতিতে।

এখনও অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে ঘটনার উৎস খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে অগ্নি নির্বাপন বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ