সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
ইসলামি দলগুলোর ঐক্য-সমঝোতা কতদূর? গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর-এর সমাবেশ  আদর্শিক বিরোধে গণ-অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত নয় : মাহফুজ আলম ইসলামি চার রাজনৈতিক দলের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত ‘স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে’ মোবাইলে লাউডস্পিকারে কথা বলা; ইসলাম কি বলে: শায়খ আহমদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার

যেসব সুযোগ-সুবিধা পান দারুল উলুম দেওবন্দের শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

মুফতি ওমর ফারুক ইমতিয়াজ কাসেমী

দারুল উলুম দেওবন্দ—বিশ্ববিখ্যাত এক ঐতিহ্যবাহী ইসলামি বিদ্যাপীঠ। এটি কেবল জ্ঞানের দীপ্ত শিখাই প্রজ্বালিত করে না, বরং শিক্ষার্থীদের প্রতি এর সহানুভূতিশীল আচরণ, দায়িত্বশীলতা ও মমতাপূর্ণ ব্যবস্থাপনাও সর্বমহলে প্রশংসিত।

শিক্ষার্থীদের জন্য এখানে বছরের পর বছর চলে নিবিড় যত্ন, সুশৃঙ্খল কার্যক্রম এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা। লেখাপড়া, থাকা-খাওয়া, চিকিৎসা, কিতাব, পরীক্ষা, অনুদান থেকে শুরু করে আমলি ও দাওয়াতি প্রশিক্ষণ পর্যন্ত প্রতিটি দিকেই প্রতিষ্ঠানটি অতুলনীয় দায়িত্বশীলতা নিয়ে কাজ করে থাকে।

দারুল উলুমে ভর্তি হতে আগ্রহী ছাত্রদের জন্য রয়েছে এক অনন্য সুযোগ ও সর্বোচ্চ সুবিধা। এখানে ভর্তি সম্পূর্ণ বিনামূল্যে করা হয়। 

ছাত্রদের জন্য রয়েছে দুই বেলা মানসম্মত খাবারের ব্যবস্থা—রুটির পাশাপাশি ভাতেরও সুব্যবস্থা রয়েছে। তবে কেউ যদি প্রতিষ্ঠানের খাবার গ্রহণে অনাগ্রহ প্রকাশ করে, তাহলে অফিস থেকে খাবারের পরিবর্তে নির্ধারিত হারে নগদ অর্থও গ্রহণ করার সুযোগ রয়েছে। 

এই প্রতিষ্ঠানে কিতাব, পরীক্ষা এবং সনদপত্র—সবই বিনামূল্যে প্রদান করা হয়। আবাসনের পাশাপাশি রয়েছে আলমারির সুবিধাও। শারীরিক অসুস্থতায় এক দিনের ওষুধ মাত্র এক রুপিতে এবং দারুল উলূম পরিচালিত মেডিক্যাল থেকে সর্বপ্রকার ওষুধ মাত্র ১০ রুপিতে পাওয়া যায়।

প্রতিটি ছাত্রকে প্রতি মাসে ৩০০ রুপি হারে ভাতা প্রদান করা হয়। দাওরার উর্ধ্বতন ছাত্রদের জন্য রয়েছে বাতিল ফিরকা নিয়ে সাপ্তাহিক বিশেষ মুহাজারা এবং এতে অংশগ্রহণকারীদের জন্য মাসিক ২০০–৩০০ রুপি ভাতা দেওয়া হয়। এই বিষয়ের উপর ভিত্তি করে বছরে বিশেষ পরীক্ষা নেওয়া হয় এবং উত্তীর্ণদের বিশেষ সনদ প্রদান করা হয়।

প্রতিটি ছাত্রকে প্রতি সপ্তাহে এক কেজি করে মহিষের বিরিয়ানি সরবরাহ করা হয়। শীতকালে রয়েছে গরম পানি, কম্বল-লেপ, জ্যাকেট, গরম টুপি ও মোজার সুবিধা—সবই বিনামূল্যে। ছাত্রদের জন্য দারুল উলূম প্রদত্ত স্টুডেন্ট কার্ড প্রদান করা হয়, যা সর্বত্র গ্রহণযোগ্য। এছাড়াও রয়েছে উন্নতমানের অজু, গোসল ও শৌচাগারের সুব্যবস্থা।

প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহারে কোনো খরচ নেই। রমজান মাসে খাবার হয় আরও উন্নতমানের এবং ভাতাও দেওয়া হয় দ্বিগুণ। বার্ষিকভাবে প্রতিটি ছাত্রকেই পুরস্কৃত করা হয়। মাঝেমধ্যে বিভিন্ন মূল্যবান কিতাব হাদিয়াস্বরূপ ছাত্রদের মাঝে বিতরণ করা হয়।

যারা সারাবছর রেকর্ড অনুযায়ী উপস্থিতি বজায় রাখে, তাদের জন্য রয়েছে ৩৫০০ রুপি পুরস্কার। উচ্চতর বিভাগ যেমন: তাখাস্সুস ফিল হাদীস, তাখাস্সুস ফিল ইফতা ও মুতায়ালায়ে শামী বিভাগে অধ্যয়নরতদের জন্য রয়েছে মাসিক ২০০০–৩০০০ রুপির ভাতা।

পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী ছাত্রদের জন্য রয়েছে ৭০০ থেকে ১২০০ রুপি পর্যন্ত পুরস্কার। যারা মেধাতালিকায় শুরুর দিকে থাকবে, তাদের জন্য মাসিক ভাতা ছাড়াও বাড়তি পুরস্কার বরাদ্দ রয়েছে।

দারুল উলুমের তিনটি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য রয়েছে আলাদা মাসিক সম্মানী। তাবলিগ জামাতের তরজুমান ও আমিরদের জন্যও রয়েছে বিশেষ ভাতা। ছাত্রদের লিখন-শক্তি বাড়াতে রয়েছে দেয়ালিকার আয়োজন এবং কিতাবত বিভাগ, যেখানে শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখায় দক্ষ করে তোলা হয়। পাশাপাশি রয়েছে কারিগরি শিক্ষা প্রশিক্ষণ, যাতে ছাত্ররা কর্মমুখী হয়ে উঠতে পারে।

খাবার সার্ভের ক্ষেত্রে রয়েছে নাম্বারযুক্ত পিতলের টিকিট পদ্ধতি এবং শৃঙ্খলার সাথে ছাত্ররা সুবিধাভোগ করে। পরীক্ষা দিতে প্রতিটি ছাত্রের জন্য আলাদা ডেক্স এবং চিত্তাকর্ষক বিশাল পরীক্ষা হল ‘দারুল ইমতেহান’-এ একসাথে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী পরীক্ষা দিতে সক্ষম।

মাসিক ভাতা তোলার জন্য রয়েছে নামসহ অযিফা কার্ড। ছাত্রদের সার্বিক সুশৃঙ্খল জীবনযাপন নিশ্চিত করতে কাজ করছে একাধিক খেদমত বিভাগ—যেমন পরিষ্কার-পরিচ্ছন্নতা, বিদ্যুৎ ও তানযিম বিভাগ।

দারুল উলুমের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি গেটে রয়েছে নিয়োজিত দারোয়ান। ছাত্রদের বক্তৃতা দক্ষতা বাড়াতে সাপ্তাহিক সেমিনার আয়োজন করা হয়। এছাড়া মুনাযারার কৌশল শেখাতে মাঝেমধ্যে বিরোধীদের সঙ্গে বৃহৎ মুনাযারার ব্যবস্থা করা হয়।

আরবি সাহিত্য ও বক্তৃতা শেখাতে النادي الأدب العربي সংগঠনের পক্ষ থেকে বিশেষ কর্মসূচি চালু রয়েছে। সাহিত্য শেখাতে বিভিন্ন উস্তাদ নিয়োজিত রয়েছেন। আমলে পবন্দী গড়তে প্রতিদিনই ইসলাহী মজলিসের আয়োজন থাকে।

ছাত্রদের পাঠাভ্যাস গড়তে রয়েছে সুসজ্জিত লাইব্রেরি ও অঞ্চলভিত্তিক পাঠাগার। ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের জন্যও থাকা-খাওয়ার ব্যবস্থা রয়েছে। আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে কম্পিউটার প্রশিক্ষণ কোর্স চালু রয়েছে।

সাধারণ মানুষের মাঝে সহীহ আকিদা ও ইসলামের দাওয়াত পৌঁছাতে রয়েছে সাপ্তাহিক ও বাৎসরিক তাবলিগ কার্যক্রম। পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রয়েছে বিশেষ কোর্স।

মূলকথা হলো—যদি কেউ দারুল উলুমের হয়ে যায়, দারুল উলুমও তার হয়ে যায়।

অর্থাৎ, একবার কেউ এই মহৎ প্রতিষ্ঠানে তালেবে ইলম হিসেবে আত্মনিয়োগ করলে, তার দ্বীনি জ্ঞানার্জন, চরিত্র গঠনের পাশাপাশি ইসলামি অঙ্গনে এক উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য প্রয়োজনীয় সব সহায়তা সে এখান থেকেই পেয়ে থাকে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ