সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
ইসলামি দলগুলোর ঐক্য-সমঝোতা কতদূর? গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর-এর সমাবেশ  আদর্শিক বিরোধে গণ-অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত নয় : মাহফুজ আলম ইসলামি চার রাজনৈতিক দলের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত ‘স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে’ মোবাইলে লাউডস্পিকারে কথা বলা; ইসলাম কি বলে: শায়খ আহমদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার

ইসরাইলের সামরিক ঘাঁটি ও বন্দর লক্ষ্য করে ইয়েমেনের ড্রোন হামলা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গাজায় ইসরাইলের লাগাতার আগ্রাসনের জবাবে ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত সশস্ত্র বাহিনী ইসরাইলের দুটি কৌশলগত স্থাপনায় সফল ড্রোন হামলা চালিয়েছে। মঙ্গলবার রাতে চালানো এই হামলায় তিনটি ড্রোন ব্যবহার করা হয়—এর মধ্যে দুটি নেগেভ অঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে এবং একটি এলাত বন্দরে আঘাত হানে।

ইয়েমেনি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, ‘আল্লাহর কৃপায় অভিযানটি নির্ধারিত লক্ষ্য সফলভাবে অর্জন করেছে।’ তিনি বলেন, গাজায় ইসরাইলি আগ্রাসন ও অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত ইয়েমেনের প্রতিরোধ অব্যাহত থাকবে।

এদিকে, গাজায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৬১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুজন ত্রাণ সংগ্রহের সময় প্রাণ হারান।

জাতিসংঘের ইউএনআরডব্লিউএ জানিয়েছে, শিশুদের মধ্যে অপুষ্টির হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। উত্তর গাজার শাতি শরণার্থী শিবিরে ইসরাইলি বোমাবর্ষণে ২৩ জন নিহত হয়েছেন। দক্ষিণ গাজার রাফাহ অঞ্চলেও ত্রাণ বিতরণ কেন্দ্র লক্ষ্য করে হামলায় হতাহত হয়েছেন বহু মানুষ। মে মাস থেকে এ পর্যন্ত ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৮৭৫ জন ফিলিস্তিনি।

ইসরাইলি বাহিনী উত্তর গাজার ১৬টি এলাকাকে খালি করার নির্দেশ দিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মানুষ গাধা ও গাড়িতে করে অনিশ্চিত গন্তব্যের দিকে ছুটছে—জ্বালানির অভাবে যাত্রাপথও দুর্বিষহ হয়ে উঠেছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ