সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
ইসলামি দলগুলোর ঐক্য-সমঝোতা কতদূর? গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর-এর সমাবেশ  আদর্শিক বিরোধে গণ-অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত নয় : মাহফুজ আলম ইসলামি চার রাজনৈতিক দলের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত ‘স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে’ মোবাইলে লাউডস্পিকারে কথা বলা; ইসলাম কি বলে: শায়খ আহমদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার

৮০ বছর পর আবার আজান—বসনিয়ার কুতাইসি মসজিদে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

দীর্ঘ ৮০ বছরের প্রতীক্ষা শেষে আবারও সেজদায় ভরে উঠল বসনিয়ার কুতাইসি গ্রামের ঐতিহাসিক মসজিদ। ১৯৪২ সালে বন্ধ হয়ে যাওয়া মসজিদটিতে সম্প্রতি পূর্ণাঙ্গ সংস্কারের পর আবার শুরু হলো জামাতে নামাজ আদায়। এক অনন্য আবেগ ও ধর্মীয় উচ্ছ্বাসে উদ্ভাসিত হয়ে উঠেছিল পুরো অঞ্চল।

ট্রেবিঞ্জে ইসলামিক কমিউনিটি কাউন্সিলের নিবিড় প্রচেষ্টায়, পাঁচ বছর ধরে চলা সংস্কার কাজ শেষে মসজিদটি নবজীবন লাভ করে। এটি কাউন্সিলের তত্ত্বাবধানে সংস্কারপ্রাপ্ত ১১তম মসজিদ। উদ্বোধনের দিন কুতাইসির ধ্বংসপ্রায় প্রাচীর যেন আবার ইসলামের সৌন্দর্যে জেগে উঠল—সারায়েভো, মোস্তার, ডুব্রোভনিক, ক্যাপলজিনা, জাবলানিচিয়া ও ভিসোকোসহ নানা শহর থেকে আগত মুসল্লিদের Takbir ধ্বনিতে।

মসজিদের ইমাম শেখ হাফিজ সাদিক ফাজলাগিক বলেন, “জুলাইয়ের তীব্র গরমও আপনাদের ঈমানী তৃষ্ণা থামাতে পারেনি। আপনারা বুঝতে পেরেছেন—এই মুহূর্ত কতটা গুরুত্বপূর্ণ।”

তিনি মুসল্লিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যৎ প্রজন্মের কাছে ইসলামী ঐতিহ্য হস্তান্তরের আহ্বান জানান।

উদ্বোধনী আয়োজনে অংশ নেন ইসলামিক কমিউনিটির ওয়াক্ফ অধিদপ্তরের প্রধান ড. সেনেদ জাজিমোভিচ, মোস্তারের মুফতি ড. সেলিম দেডোভিচ, মুসলিম স্কলারদের সমিতির সদস্যরা এবং প্রেসিডেন্সির ধর্মবিষয়ক প্রতিনিধিরা।

এই মসজিদের পুনর্জাগরণ শুধু একটি স্থাপনার পুনরুদ্ধার নয়—বরং বসনিয়ার ইতিহাস, আত্মপরিচয় ও ঈমানী চেতনাকে পুনর্জাগরণের এক মাইলফলক। সেদিন শুধু মসজিদের মিনারে আজান ওঠেনি—সেই সঙ্গে জেগে উঠেছে বিশ্বাস, ঐতিহ্য আর বিজয়ের আশাবাদ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ