পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী দলের নেতা ইমরান খানকে ‘ডেথ সেলে’ অমানবিকভাবে রাখা হয়েছে বলে দাবি করেছে তার প্রতিষ্ঠিত দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পিটিআইয়ের কেন্দ্রীয় তথ্য সম্পাদক শেখ ওয়াকাস আকরাম অভিযোগ করেন, ইমরান খানকে দিনে ২২ ঘন্টা একটি নির্জন কক্ষে আটক রাখা হচ্ছে। তাকে সংবাদপত্র, টেলিভিশন, বই দেখার অনুমতি দেয়া হচ্ছে না এবং তার আইনি দল ও ঘনিষ্ঠ সহযোগীদের সাথে দেখা করতেও বাধা দেয়া হচ্ছে।
আকরাম বলেন, এটি মানসিক নির্যাতন ও মৌলিক মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘনের শামিল। আদালতের নির্দেশনা অনুযায়ী ইমরান খানের ছয়জন নির্ধারিত ব্যক্তির সাথে দেখা করার অধিকার রয়েছে। কিন্তু সেটিও লঙ্ঘন করা হচ্ছে। যা আদালত অবমাননার শামিল।
তিনি আরো অভিযোগ করেন, ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকেও পরিবারের সদস্যদের সাথে দেখা করতে দেয়া হচ্ছে না। অন্যদিকে ইমরান খানের বোন আলেমা খানকেও তার সাথে দেখা করতে নিষেধ করা হয়েছে।
পাকিস্তানের প্রধান বিচারপতিকে হস্তক্ষেপের আহ্বান জানিয়ে ওয়াকাস আকরাম মন্তব্য করেন, ‘বিচারিক আদেশ লঙ্ঘন কেবল আদালতের প্রতি নয়, সমগ্র বিচার ব্যবস্থার প্রতি অপমান।’
সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন
আইএইচ/