সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
ইসলামি দলগুলোর ঐক্য-সমঝোতা কতদূর? গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর-এর সমাবেশ  আদর্শিক বিরোধে গণ-অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত নয় : মাহফুজ আলম ইসলামি চার রাজনৈতিক দলের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত ‘স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে’ মোবাইলে লাউডস্পিকারে কথা বলা; ইসলাম কি বলে: শায়খ আহমদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার

আফগানিস্তানের জিডিপি বেড়ে ১৭.৩ বিলিয়ন ডলার, অর্থনৈতিক অগ্রগতির দাবি মন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রী মাওলাভি নূরউদ্দিন আজিজি ঘোষণা করেছেন, দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ১৭.৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বৃহস্পতিবার এক সরকারি জবাবদিহিতা অধিবেশনে তিনি এ তথ্য জানান।

শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রেস অফিস থেকে প্রকাশিত বিবৃতি অনুযায়ী, ১৪৪৬ হিজরি বা ২০২৪-২০২৫ গ্রেগরিয়ান অর্থবছরে মন্ত্রণালয়ের কর্মকাণ্ড ও সাফল্যের বিবরণ তুলে ধরেন মন্ত্রী।

তিনি বলেন, “আমরা শিল্প, বাণিজ্য, বিনিয়োগ, আইন প্রণয়ন, নীতি নির্ধারণ এবং সেবা প্রদানের প্রতিটি ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছি।”

মন্ত্রী জানান, বর্তমান সরকারের প্রথম বছরে আফগানিস্তানের জিডিপি ছিল ১৪.৫৮ বিলিয়ন ডলার। সেটি এখন বেড়ে ১৭.৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এই বৃদ্ধিকে তিনি সরকারের অর্থনৈতিক নীতিমালার সাফল্যের প্রমাণ হিসেবে উল্লেখ করেন।

আজিজি আরও জানান, দেশের মোট বৈদেশিক বাণিজ্যের পরিমাণ বর্তমানে ১৩ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। এটি আফগান জনগণের ক্রয়ক্ষমতা বৃদ্ধিরই প্রতিফলন বলে তিনি মনে করেন।

মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের প্রচেষ্টায় উৎপাদনশীলতা ও কর্মসংস্থান যেমন বেড়েছে, তেমনি রপ্তানি ও বিদেশি বিনিয়োগে এসেছে গতি। ফলে আন্তর্জাতিক বাজারে আফগানিস্তান আরও প্রতিযোগিতাশীল হয়ে উঠছে।

এই প্রতিবেদনটি আফগান সরকারের অর্থনৈতিক সাফল্যের একটি প্রতিচ্ছবি হিসেবে উপস্থাপিত হয়েছে, যেখানে অর্থনীতি পুনরুদ্ধারে নেয়া নানা পদক্ষেপের ফলাফল তুলে ধরা হয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ