আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রী মাওলাভি নূরউদ্দিন আজিজি ঘোষণা করেছেন, দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ১৭.৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বৃহস্পতিবার এক সরকারি জবাবদিহিতা অধিবেশনে তিনি এ তথ্য জানান।
শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রেস অফিস থেকে প্রকাশিত বিবৃতি অনুযায়ী, ১৪৪৬ হিজরি বা ২০২৪-২০২৫ গ্রেগরিয়ান অর্থবছরে মন্ত্রণালয়ের কর্মকাণ্ড ও সাফল্যের বিবরণ তুলে ধরেন মন্ত্রী।
তিনি বলেন, “আমরা শিল্প, বাণিজ্য, বিনিয়োগ, আইন প্রণয়ন, নীতি নির্ধারণ এবং সেবা প্রদানের প্রতিটি ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছি।”
মন্ত্রী জানান, বর্তমান সরকারের প্রথম বছরে আফগানিস্তানের জিডিপি ছিল ১৪.৫৮ বিলিয়ন ডলার। সেটি এখন বেড়ে ১৭.৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এই বৃদ্ধিকে তিনি সরকারের অর্থনৈতিক নীতিমালার সাফল্যের প্রমাণ হিসেবে উল্লেখ করেন।
আজিজি আরও জানান, দেশের মোট বৈদেশিক বাণিজ্যের পরিমাণ বর্তমানে ১৩ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। এটি আফগান জনগণের ক্রয়ক্ষমতা বৃদ্ধিরই প্রতিফলন বলে তিনি মনে করেন।
মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের প্রচেষ্টায় উৎপাদনশীলতা ও কর্মসংস্থান যেমন বেড়েছে, তেমনি রপ্তানি ও বিদেশি বিনিয়োগে এসেছে গতি। ফলে আন্তর্জাতিক বাজারে আফগানিস্তান আরও প্রতিযোগিতাশীল হয়ে উঠছে।
এই প্রতিবেদনটি আফগান সরকারের অর্থনৈতিক সাফল্যের একটি প্রতিচ্ছবি হিসেবে উপস্থাপিত হয়েছে, যেখানে অর্থনীতি পুনরুদ্ধারে নেয়া নানা পদক্ষেপের ফলাফল তুলে ধরা হয়েছে।
এনএইচ/