ইসরায়েলি দখলদারদের নিষ্ঠুরতা থেকে রেহাই পাচ্ছে না ফিলিস্তিনিদের পশুরাও। অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা শুধু মানুষের ওপরই নয়, হামলা চালাচ্ছে নিরীহ প্রাণীদের উপরেও—হত্যা করছে ফিলিস্তিনিদের ভেড়া।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ১৮ জুলাই, শুক্রবার রাতে দখলদার বসতি স্থাপনকারীরা অধিকৃত পশ্চিম তীরে বেদুইন অধ্যুষিত আরাব আল-কাবানেহ এলাকায় হামলা চালায়। রাতভর পরিচালিত এই হামলায় অন্তত ১১৭টি ভেড়া হত্যা ও আরও শত শত ভেড়া চুরি হয়েছে।
সেখানে বসবাসকারী সালেম সালমান মুজাহিদ বলেন, “বসতি স্থাপনকারীরা একাধিক দলে বিভক্ত হয়ে সংগঠিতভাবে আক্রমণ চালায়। আমি তাদের জিজ্ঞেস করি—তোমরা এখানে কী করছো? তারা উত্তর না দিয়ে আমাদের ওপর হামলা চালায়। এমনকি সেনাবাহিনী এসে আমাকে হাতকড়া পরিয়ে আটক করে।”
তিনি জানান, বসতি স্থাপনকারীদের অন্য একটি দল তখন তার ভেড়ার পালের ওপর নৃশংসভাবে হামলা চালায়।
ঘটনার নিন্দা জানিয়ে ফিলিস্তিনি ভূমি প্রতিরক্ষা কমিশনের প্রধান মাওয়াদ শাবান বলেন, “এটি কোনো বিচ্ছিন্ন হামলা নয়; বরং ফিলিস্তিনিদের উচ্ছেদের একটি সুপরিকল্পিত ও নির্মম কৌশলের অংশ।”
তিনি বলেন, “ভেড়া ও অন্যান্য পশুদের গুলি করে হত্যা করা হচ্ছে শুধু যাতে মালিকেরা ভয় পেয়ে এলাকা ছেড়ে চলে যায়। এটি দখলদারদের একটি কৌশল—মানুষকে জমি থেকে তাড়ানোর জন্য ভয় দেখানো।”
জাতিসংঘের তথ্য অনুযায়ী, সম্প্রতি ফিলিস্তিনিদের বিরুদ্ধে বসতি স্থাপনকারীদের পাশাপাশি ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর আক্রমণের মাত্রা বেড়েই চলেছে। তবে আরাব আল-কাবানেহ এলাকায় পশুহত্যার বিষয়ে দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
এই বর্বরতা বিশ্বজুড়ে তীব্র নিন্দা ও ক্ষোভের জন্ম দিয়েছে। মানুষের পাশাপাশি প্রাণীদের ওপরও হামলা যে ইসরায়েলি নৃশংসতার নতুন মাত্রা—তা আর অস্বীকারের সুযোগ নেই।
এনএইচ/