সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
ইসলামি দলগুলোর ঐক্য-সমঝোতা কতদূর? গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর-এর সমাবেশ  আদর্শিক বিরোধে গণ-অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত নয় : মাহফুজ আলম ইসলামি চার রাজনৈতিক দলের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত ‘স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে’ মোবাইলে লাউডস্পিকারে কথা বলা; ইসলাম কি বলে: শায়খ আহমদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার

সামর্থ্য থাকা সত্ত্বেও মুসলিম বিশ্ব গাজার জন্য কিছুই করছে না: আফগান প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ হাফিযাহুল্লাহ বলেছেন, জায়নবাদী শক্তির নির্লজ্জ বর্বরতা চলতে থাকলেও মুসলিম বিশ্ব নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তিনি বলেন, “সামর্থ্য ও সম্পদ থাকা সত্ত্বেও ইসলামি দেশগুলো গাজাবাসীদের জন্য কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। এটি অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক ও লজ্জাজনক।”

গত ২১ জুলাই কাবুলের গুলখানা প্রাসাদে ইসলামি সহযোগিতা সংস্থা (OIC)-এর মহাসচিব শেখ ড. মোহাম্মদ বিন আবদুল করিম আল ঈসা-এর নেতৃত্বে আগত প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

আফগান প্রধানমন্ত্রী বলেন, “ফিলিস্তিনে নিরীহ মুসলমানদের ওপর জায়নবাদী শাসকগোষ্ঠী যেভাবে নির্মমতা, জুলুম ও হত্যাযজ্ঞ চালাচ্ছে, তা মানবতা ও উম্মাহর হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়। অথচ মুসলিম বিশ্ব এই ভয়াবহ বাস্তবতা সামনে রেখেও কার্যকর প্রতিবাদ তো দূরে থাক, কোনো বাস্তব পদক্ষেপ নিচ্ছে না। আল্লাহ যেন মুসলিমদের হৃদয়ে ফিলিস্তিনের নিপীড়িতদের জন্য সহানুভূতি ও সহযোগিতার স্পৃহা জাগিয়ে দেন।”

এ সময় ওআইসি মহাসচিব আফগানিস্তান সফরে আসতে পেরে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “আফগানিস্তান ইসলামি বিশ্বের হৃদয়ে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। আমরা আফগানিস্তানে স্থিতিশীলতা এবং একটি টেকসই ইসলামি শাসনব্যবস্থা দেখতে চাই।”

বিশ্বব্যাপী চ্যালেঞ্জের কথা উল্লেখ করে ওআইসি মহাসচিব বলেন, “বর্তমানে কিছু খারেজি চিন্তাধারার গোষ্ঠী ইসলামি বিশ্বকে ক্ষতিগ্রস্ত করছে ও মুসলমানদের সুনাম বিনষ্ট করছে। এদের বিরুদ্ধে লড়াইয়ে ওআইসি আফগানিস্তানের পাশে রয়েছে।”

আলোচনার এক পর্যায়ে আলেমদের গুরুত্ব তুলে ধরে আফগান প্রধানমন্ত্রী বলেন, “ইসলামি উম্মাহর সংকট থেকে উত্তরণে সবচেয়ে বড় দায়িত্ব আলেমদের। সাধারণ মানুষ বা সরকার নয়, বরং নবীদের উত্তরসূরি হিসেবে আলেমদের ধর্মীয় প্রভাবকে কাজে লাগিয়ে শাসকদের সঠিক পথে পরিচালিত করা উচিত, যেন মুসলিম বিশ্বের সমস্যাগুলোর সমাধানে তারা যথাযথ পদক্ষেপ নেয়।”

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ