সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
ইসলামি দলগুলোর ঐক্য-সমঝোতা কতদূর? গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর-এর সমাবেশ  আদর্শিক বিরোধে গণ-অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত নয় : মাহফুজ আলম ইসলামি চার রাজনৈতিক দলের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত ‘স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে’ মোবাইলে লাউডস্পিকারে কথা বলা; ইসলাম কি বলে: শায়খ আহমদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার

MWL প্রধানের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর ঐক্য নিয়ে আলোচনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মৌলভী আমির খান মুত্তাকি ও মুসলিম ওয়ার্ল্ড লীগের (MWL) মহাসচিব শেখ ড. মোহাম্মদ বিন আবদুল করিম আল ঈসা কাবুলে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন। আলোচনার মূল প্রতিপাদ্য ছিল—ইসলামি দেশগুলোর মধ্যে ঐক্য, সমন্বয় ও সহযোগিতা জোরদার করা।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি আফগানিস্তানের সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা তুলে ধরেন এবং বলেন, ইসলামী উম্মাহর জন্য পারস্পরিক সমঝোতা ও ঐক্য আজ অতীব প্রয়োজন। তিনি আফগানিস্তানের ইসলামিক আমিরাতের আমিরুল মুমিনীন ঘোষিত সাধারণ ক্ষমার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, এটি দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এছাড়া তিনি ধর্মীয় ও আধ্যাত্মিক ক্ষেত্রে গৃহীত সংস্কারসমূহকে বর্তমান প্রশাসনের বড় সাফল্য হিসেবে তুলে ধরেন।

জবাবে MWL মহাসচিব শেখ ড. মোহাম্মদ আল ঈসা আফগানিস্তানের ইসলামি পরিচয় ও ঐতিহাসিক গুরুত্ব স্বীকার করে বলেন, আফগানিস্তান ইসলামি বিশ্বের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে। তিনি ইসলামিক আমিরাত ও মুসলিম ওয়ার্ল্ড লীগের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

এই বৈঠকটি উভয় পক্ষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধির একটি ইতিবাচক ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ