আফগানিস্তানে ইমারতে ইসলামিয়ার অধীন আরও ৬০০ সেনা সদস্য সফলভাবে সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।
২১ জুলাই ইমারতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ (রাদিয়াল্লাহু আনহু) যৌথ যুদ্ধ প্রশিক্ষণ কেন্দ্র থেকে তিন মাস মেয়াদি প্রশিক্ষণ শেষে এসব সেনা সদস্য স্নাতক হন।
এই প্রশিক্ষণ কার্যক্রমে আধুনিক যুদ্ধকৌশল, সামরিক সরঞ্জামের ব্যবহার, শরিয়াহ শিক্ষা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
স্নাতক উপলক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা ও নীতি বিভাগের উপপরিচালক শেখ মোহাম্মদ কাসিম ফরিদ হাফিযাহুল্লাহ, সরবরাহ ও প্রযুক্তি বিভাগের উপপরিচালক মোল্লা আবদুল্লাহ হাজি বশির হাফিযাহুল্লাহ, ৩১৩তম কেন্দ্রীয় সেনা কোরের কমান্ডার আলহাজ্ব মৌলভী বাজ মুহাম্মদ হামিদী হাফিযাহুল্লাহ এবং প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ডার মোল্লা নাসিবুল্লাহ মাদানী হাফিযাহুল্লাহসহ অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা।
নেতৃবৃন্দ নবস্নাতকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং ইসলামি শাসনব্যবস্থা রক্ষায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানান।
এনএইচ/