সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
ইসলামি দলগুলোর ঐক্য-সমঝোতা কতদূর? গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর-এর সমাবেশ  আদর্শিক বিরোধে গণ-অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত নয় : মাহফুজ আলম ইসলামি চার রাজনৈতিক দলের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত ‘স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে’ মোবাইলে লাউডস্পিকারে কথা বলা; ইসলাম কি বলে: শায়খ আহমদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার

যুক্তরাষ্ট্রকে টক্কর দিতে চীন নিয়ে এসেছে ফাইটার জে-৩৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দীর্ঘদিন ধরে বিশ্বের একমাত্র নৌবাহিনী হিসেবে যুক্তরাষ্ট্রই বিমানবাহী রণতরীতে স্টেলথ যুদ্ধবিমান F-35C Lightning II মোতায়েন করে আসছিল। তবে এবার সেই একচেটিয়া আধিপত্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে চীন। তারা সফলভাবে ক্যারিয়ার-ভিত্তিক স্টেলথ যুদ্ধবিমান Shenyang J-35 অপারেশনাল করেছে।

চীনের পিপল’স লিবারেশন আর্মি নেভি (PLAN) ইতোমধ্যে প্রথম ধাপে দুটি জে-৩৫ গ্রহণ করেছে। এই জেট মোতায়েনের মাধ্যমে চীন প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের নৌ স্টেলথ ক্ষমতার একচ্ছত্র নিয়ন্ত্রণকে প্রশ্নবিদ্ধ করেছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রণতরীতে ১১০টিরও বেশি F-35C স্টেলথ জেট মোতায়েন রয়েছে। যদিও চীন এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবুও বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে চীনা শিপইয়ার্ডগুলোর উৎপাদন সক্ষমতা ও গতি দেখে বোঝা যাচ্ছে—চীন খুব দ্রুতই যুক্তরাষ্ট্রের প্রকৃত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

চীনের তৃতীয় বিমানবাহী রণতরী ‘ফুজিয়ান’ এখন সমুদ্রপরীক্ষা পর্যায়ে আছে। এটি আগের দুই রণতরী থেকে প্রযুক্তিগতভাবে অনেক বেশি আধুনিক এবং স্টেলথ জেট পরিচালনার উপযোগী করে তৈরি করা হয়েছে। পাশাপাশি চীন ‘টাইপ-০০৪’ নামে একটি পারমাণবিক শক্তিচালিত রণতরী নির্মাণ করছে, যা সক্ষমতায় যুক্তরাষ্ট্রের সমতুল্য হওয়ার পথে।

বিশ্লেষকদের মতে, চীনের সামরিক আধুনিকায়ন পরিকল্পনা সুদূরপ্রসারী ও লক্ষ্যভিত্তিক। যেভাবে তারা বিমানবাহী রণতরী ও স্টেলথ যুদ্ধবিমান উৎপাদন করছে, তাতে ধারণা করা হচ্ছে—আগামী দশকে চীন যুক্তরাষ্ট্রের সামুদ্রিক প্রভাবের বাস্তব প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ