সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
ইসলামি দলগুলোর ঐক্য-সমঝোতা কতদূর? গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর-এর সমাবেশ  আদর্শিক বিরোধে গণ-অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত নয় : মাহফুজ আলম ইসলামি চার রাজনৈতিক দলের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত ‘স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে’ মোবাইলে লাউডস্পিকারে কথা বলা; ইসলাম কি বলে: শায়খ আহমদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে তীব্র সংঘর্ষ, জাতিসংঘে বৈঠক আজ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে ফের তীব্র সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার শুরু হওয়া গোলাগুলির ধারাবাহিকতায় শুক্রবার সকালেও ভারী অস্ত্রের ব্যবহারসহ রকেট হামলার খবর নিশ্চিত করেছে থাই সেনাবাহিনী।

থাই বাহিনীর দাবি, কম্বোডিয়ার সেনারা বিএম-২১ রকেটসহ ভারী অস্ত্র ব্যবহার করে ব্যাপক গোলাবর্ষণ চালিয়েছে, যার জবাবে পাল্টা হামলা চালিয়েছে থাইল্যান্ড। বৃহস্পতিবারের হামলায় থাইল্যান্ডের তিনটি প্রদেশে অন্তত ১২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন ৮ বছরের শিশু রয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৩১ জন।

বৃহস্পতিবারের হামলার পর পরই থাইল্যান্ড ছয়টি এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েন করে, যার একটি কম্বোডিয়ার সামরিক অবস্থানে বোমা হামলা চালিয়েছে বলেও সূত্র জানায়। এই সশস্ত্র সংঘর্ষ গত ১৩ বছরের মধ্যে দুই দেশের মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে মনে করা হচ্ছে।

উভয় দেশই সীমান্ত সংঘর্ষের জন্য একে অপরকে দায়ী করছে। থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই বলেছেন, “আমরা শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী, তবে আত্মরক্ষার জন্য প্রতিক্রিয়া জানানো আমাদের বাধ্যতামূলক হয়ে পড়েছে।”

অন্যদিকে, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি পাকিস্তানকে পাঠানো এক চিঠিতে থাইল্যান্ডের বিরুদ্ধে 'অভিযোগহীন ও পূর্বপরিকল্পিত সামরিক আগ্রাসনের' অভিযোগ এনেছেন। একইসঙ্গে এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে দাবি করেন তিনি।

সংঘর্ষের জেরে আজ শুক্রবার (২৫ জুলাই) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক বসার কথা রয়েছে।

এদিকে সীমান্তবর্তী থাই গ্রামগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বহু বাসিন্দা বালুর বস্তা ও টায়ার দিয়ে তৈরি বাংকারে আশ্রয় নিয়েছেন। এলাকায় স্কুল, বাজার ও যানবাহন চলাচল বন্ধ রয়েছে, সৃষ্টি হয়েছে স্থবিরতা।

সূত্র: রয়টার্স

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ