সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
ইসলামি দলগুলোর ঐক্য-সমঝোতা কতদূর? গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর-এর সমাবেশ  আদর্শিক বিরোধে গণ-অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত নয় : মাহফুজ আলম ইসলামি চার রাজনৈতিক দলের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত ‘স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে’ মোবাইলে লাউডস্পিকারে কথা বলা; ইসলাম কি বলে: শায়খ আহমদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার

ভারতে স্কুলের ভবন ধসে ৪ শিশু নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের রাজস্থানে একটি স্কুলের ভবন ধসে চার শিশু নিহত হয়েছে। আহত আরও ১৭। ধ্বংসস্তূপের নিচে কয়েক ডজন আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়েছেন এবং ধ্বংসস্তূপ সরাতে ক্রেন ব্যবহার করা হচ্ছে। স্থানীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, শিক্ষার্থীরা ঝালাওয়ারে একটি সরকারি স্কুলে ক্লাস করছিলো। এমন সময় ভবনটির ছাদ ধসে পড়ে। 

স্থানীয় সময় সকাল সাড়ে ৮ টায় ওই দুর্ঘটনা ঘটে। ওই সময়  সেখানে ৪০ শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিলেন। পুলিশ কর্মকর্তা অমিত কুমার জানিয়েছেন, কিছু শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক। চার জন শিশু মারা গেছে এবং সতের জন আহত হয়েছে। দশ শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ঝালাওয়ারে পাঠানো হয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। দাঙ্গিপুরা পুলিশ স্টেশনের সহকারী উপ পরিদর্শক আব্দুল হাকিম বলেছেন, নিহত শিক্ষার্থীদের বয়স ১৪ থেকে ১৬ বছরের মধ্যে। জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান এবং উদ্ধার কাজ শুরু করেন।

আহতদের প্রথমে মনোহরথানা কমিউনিটি হেলথ সেন্টারে (সিএইচসি) নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা যেখানে চারজনকে মৃত ঘোষণা করে। গুরুতর আহত আরও আট শিক্ষার্থীকে ঝালওয়ার জেলা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ