সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
ইসলামি দলগুলোর ঐক্য-সমঝোতা কতদূর? গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর-এর সমাবেশ  আদর্শিক বিরোধে গণ-অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত নয় : মাহফুজ আলম ইসলামি চার রাজনৈতিক দলের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত ‘স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে’ মোবাইলে লাউডস্পিকারে কথা বলা; ইসলাম কি বলে: শায়খ আহমদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার

থাই-কম্বোডিয়া সংঘাতের জন্য পশ্চিমাদের দায়ী করল চীন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

দ্বিতীয় দিনের মতো থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে সংঘর্ষ অব্যাহত রয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) সকাল থেকে শুরু হওয়া পাল্টাপাল্টি হামলায় দুই পক্ষই ভারী অস্ত্র ব্যবহার করছে, যা অঞ্চলটিকে প্রায় পূর্ণমাত্রার যুদ্ধ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। এতে উদ্বেগ প্রকাশ করেছে চীন।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, এই বিরোধের মূল শিকড় রয়েছে পশ্চিমা উপনিবেশবাদের ইতিহাসে। তিনি অভিযোগ করেন, পশ্চিমা ঔপনিবেশিক শক্তিগুলোর রেখে যাওয়া সীমান্ত বিভাজনের ফলেই আজ এই উত্তেজনার জন্ম।

বেইজিংয়ে আসিয়ানের মহাসচিব কাও কিম হোর্নের সঙ্গে এক বৈঠকে ওয়াং ই বলেন, “এই সংকটের মূল কারণ হচ্ছে অতীতের ঔপনিবেশিক মানচিত্র, যা এখন দুই দেশের মধ্যে বিভ্রান্তি ও বিরোধ সৃষ্টি করছে। বিষয়টি এখন শান্তিপূর্ণভাবে মোকাবেলা এবং যথাযথ সিদ্ধান্তের মাধ্যমে সমাধান প্রয়োজন।”

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতিতে বলা হয়, হতাহতের ঘটনা অত্যন্ত বেদনাদায়ক এবং উদ্বেগজনক। চীন এ সংকট নিরসনে একটি ‘ন্যায়সঙ্গত ও নিরপেক্ষ’ অবস্থান বজায় রেখে গঠনমূলক ভূমিকা রাখতে আগ্রহী।

উল্লেখ্য, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যকার আঞ্চলিক বিরোধের সূত্রপাত ১৯০৭ সালে আঁকা একটি মানচিত্রকে ঘিরে। এটি ফরাসি ঔপনিবেশিক শাসনের আমলে তৈরি হয়েছিল, যার ভিত্তিতে কম্বোডিয়া দাবি করে যে, বিরোধপূর্ণ অঞ্চলটি তাদের ভূখণ্ডের অন্তর্ভুক্ত। অন্যদিকে, থাইল্যান্ড ওই মানচিত্রকে ত্রুটিপূর্ণ ও অগ্রহণযোগ্য বলে দাবি করছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ