সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
ইসলামি দলগুলোর ঐক্য-সমঝোতা কতদূর? গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর-এর সমাবেশ  আদর্শিক বিরোধে গণ-অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত নয় : মাহফুজ আলম ইসলামি চার রাজনৈতিক দলের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত ‘স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে’ মোবাইলে লাউডস্পিকারে কথা বলা; ইসলাম কি বলে: শায়খ আহমদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার

দুবাইয়ে দুই হাজারের বেশি পর্যটকের ইসলাম গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দুবাই ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্ট এক ঘোষণায় জানিয়েছে, ২০২৫ সালের প্রথম তিন মাসে বিশ্বের ৯৮টি ভিন্ন সাংস্কৃতিক পটভূমির ২০০০-এরও বেশি মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এ ছাড়া মোহাম্মদ বিন রাশিদ সেন্টার ফর ইসলামিক কালচার ৬৩টি সংস্কৃতির অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচির মাধ্যমে ৮০১ জন পুরুষ ও নারী শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছে। 

পাশাপাশি সদ্য ইসলাম গ্রহণ করা ২৫১ জন নতুন মুসলিমকে পুনর্বাসন ও সহায়তামূলক কর্মসূচির আওতায় নিয়ে আসা হয়েছে, যেন তারা একটি নিরাপদ, আন্তরিক ও শিক্ষামূলক পরিবেশে ইসলামের জ্ঞান অর্জন করতে পারে এবং নতুন জীবনের পথে দৃঢ় পদক্ষেপ নিতে পারে।

শিক্ষাগত দিক থেকে মোহাম্মদ বিন রাশিদ সেন্টার ফর ইসলামিক কালচার ইসলামী নীতিমালা, আরবি ভাষা শিক্ষা এবং পবিত্র কোরআন তিলাওয়াত ও তা বোঝার ওপর ৫৪টি জ্ঞানভিত্তিক অধিবেশনের আয়োজন করেছে।

এ ছাড়া ‘আমরা তার ডাকে সাড়া দিয়েছি’ শীর্ষক শিক্ষা কর্মসূচির আওতায় মোট ২৭৩টি পাঠদান সেশন পরিচালিত হয়।

কেন্দ্রের পরিচালক জসিম খাজরাজি বলেন, ‘এই কেন্দ্র শুধু একটি শিক্ষাকেন্দ্র নয়, বরং এটি একটি জ্ঞানবৃক্ষ, যা সংযুক্ত আরব আমিরাতের মূলনীতির ওপর দাঁড়িয়ে সংস্কৃতি ও ধর্মীয় সহনশীলতার মহৎ মূল্যবোধকে বিশ্বদরবারে ছড়িয়ে দিচ্ছে। তিনি বলেন, এই প্রচেষ্টা শুধু ইসলামী শিক্ষার প্রচারেই নয়, বরং বিশ্বব্যাপী মুসলিম সভ্যতার বিকাশেও এক গুরুত্বপূর্ণ অবদান রাখছে।’

সূত্রঃ আল ইমারাত আল ইয়াওম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ