সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
ইসলামি দলগুলোর ঐক্য-সমঝোতা কতদূর? গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর-এর সমাবেশ  আদর্শিক বিরোধে গণ-অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত নয় : মাহফুজ আলম ইসলামি চার রাজনৈতিক দলের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত ‘স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে’ মোবাইলে লাউডস্পিকারে কথা বলা; ইসলাম কি বলে: শায়খ আহমদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার

কাবায় ফিলিস্তিনি পতাকা উত্তোলন করায় হজযাত্রী গ্রেপ্তার, সমালোচনার ঝড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজায় চলমান অবরোধ ও মানবিক সংকটের অবসান চেয়ে মক্কার কাবাঘরের পাশে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করায় এক মিশরীয় হজযাত্রীকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী।

রোববার (২৭ জুলাই) মিডল ইস্ট আই-এর এক প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ঐ হজযাত্রী ‘ওয়া ইসলামাহ!’ বলে উচ্চকণ্ঠে আবেগ প্রকাশ করছেন, যা ঐতিহাসিকভাবে মুসলিমদের সংকটকালীন সময়ের একটি প্রতিক্রিয়ামূলক আহ্বান হিসেবে পরিচিত।

ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি কাঁপা কণ্ঠে বলছেন, "গাজার শিশুরা ক্ষুধায় মারা যাচ্ছে। হে মুসলিমরা, এগিয়ে আসো!" কিছুক্ষণের মধ্যেই সৌদি নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে হজরতুল হারাম মসজিদের ভেতর থেকে আটক করে।

ঘটনাটি ইসলামের পবিত্র স্থানগুলোতে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে বিতর্ক পুনরায় উসকে দিয়েছে। সৌদি আরবের নিয়ম অনুযায়ী, হজ ও ওমরার সময় রাজনৈতিক প্রতীক, পতাকা উত্তোলন বা স্লোগান সম্পূর্ণ নিষিদ্ধ। তারা দাবি করে, এর উদ্দেশ্য ইবাদতের পবিত্রতা রক্ষা করা।

তবে এই ঘটনায় আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকার সংস্থাসহ মুসলিম জনমনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে, সৌদি আরবে বর্তমানে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়াও যেন অপরাধ হিসেবে গণ্য হচ্ছে।

উল্লেখ্য, ২০২৩ সালে এক ব্রিটিশ হজযাত্রীকেও ফিলিস্তিনি পতাকার রঙের তসবি ও কেফিয়েহ পরার দায়ে আটক করা হয়েছিল। এছাড়া অনলাইনে গাজা নিয়ে সহানুভূতিপূর্ণ পোস্ট করার কারণেও সৌদি নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার খবর রয়েছে।

গাজা-ইসরায়েল যুদ্ধ চলমান অবস্থায় ইসলামের পবিত্রতম স্থান কাবাঘরের পাশে এই গ্রেপ্তারের ঘটনাটি নতুন করে উদ্বেগ ও সমালোচনার জন্ম দিয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ