আফগানিস্তানের ইসলামিক আমিরাত দক্ষ ও পেশাদার আফগান কর্মীদের বিদেশে আইনি ও নিরাপদ অভিবাসনের সুযোগ দিতে একটি আনুষ্ঠানিক কর্মসূচি চালু করেছে। রাজধানী কাবুলের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন ইসলামিক আমিরাতের অর্থনৈতিক বিষয়ক উপ-প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার আখুন্দ।
উপ-প্রধানমন্ত্রী বারাদার বলেন, এই উদ্যোগ আফগানিস্তানের অর্থনীতিকে সচল করার পাশাপাশি বেকারত্ব নিরসনের একটি কার্যকর পদক্ষেপ। তিনি জানান, বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলে কেবল আফগানিস্তানের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কই মজবুত হবে না, কূটনৈতিক সম্পর্কও উন্নত হবে এবং আন্তর্জাতিক পরিসরে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে।
এই কর্মসূচির আওতায় কাতারের সঙ্গে ২,০০০ দক্ষ আফগান কর্মী প্রেরণের একটি চুক্তি ইতোমধ্যে স্বাক্ষরিত হয়েছে। এছাড়া ইরান, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত, ওমান, তাজিকিস্তান, তুরস্ক, আজারবাইজান ও সৌদি আরবসহ আরও কয়েকটি দেশের সঙ্গে কর্মী প্রেরণ সংক্রান্ত আলোচনা চলছে।
এই উদ্যোগকে ইতিবাচক ও সময়োপযোগী হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা, যা আফগান তরুণদের জন্য ভবিষ্যতের একটি নতুন দিগন্ত খুলে দিতে পারে।
এনএইচ/