ইউক্রেন যুদ্ধ অবসানে একটি শান্তিচুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে রাশিয়াকে ১০ থেকে ১২ দিনের সময়সীমা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ার করে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে যুদ্ধ বন্ধ না হলে রাশিয়াকে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও শুল্কের মুখোমুখি হতে হবে।
আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার ‘এয়ার ফোর্স ওয়ান’ বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি বলেন,
“রাশিয়া সম্ভবত যুদ্ধ চালিয়ে যেতে চায়। কিন্তু আমরা প্রস্তুত আছি—প্রয়োজনে শুল্ক আরোপসহ নানা ব্যবস্থা নেব।”
ট্রাম্প আরও জানান, সোমবার তিনি রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার পাশাপাশি ‘সেকেন্ডারি ট্যারিফ’এর কথাও বলেন। অর্থাৎ, রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে—এমন তৃতীয় দেশগুলোর ওপরও আর্থিক চাপ বাড়ানো হবে। পূর্বে ঘোষিত ৫০ দিনের সময়সীমা বাতিল করে তিনি এই নতুন, ছোট সময়সীমা নির্ধারণ করেন।
“আমাকে এখন বিষয়টি পুনর্বিবেচনা করতে হবে,” বলেন ট্রাম্প। “আগে ৫০ দিনের সময় দিয়েছিলাম, এখন তা কমিয়ে এনেছি। কারণ আমি জানি, এর প্রতিক্রিয়া কী হতে পারে।”
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ট্রাম্পের এই শক্ত অবস্থানকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন,
“জীবন বাঁচানো এবং এই ভয়াবহ যুদ্ধ বন্ধে মনোযোগ দেওয়ার জন্য আমি ট্রাম্পকে ধন্যবাদ জানাই।”
ক্রেমলিনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি
এ রিপোর্ট লেখা পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বা ক্রেমলিনের পক্ষ থেকে ট্রাম্পের বক্তব্যের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এনএইচ/