সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
ইসলামি দলগুলোর ঐক্য-সমঝোতা কতদূর? গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর-এর সমাবেশ  আদর্শিক বিরোধে গণ-অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত নয় : মাহফুজ আলম ইসলামি চার রাজনৈতিক দলের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত ‘স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে’ মোবাইলে লাউডস্পিকারে কথা বলা; ইসলাম কি বলে: শায়খ আহমদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার

ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা দেয়ার দাবি ইউরোপের ৪০ আইনপ্রণেতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইউরোপীয় পার্লামেন্টের বিভিন্ন রাজনৈতিক দলের ৪০ আইনপ্রণেতা ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন। গাজায় ক্রমবর্ধমান মানবিক সংকট এবং জাতিসংঘ-সমর্থিত সংস্থার তথ্যানুযায়ী দুর্ভিক্ষের আশঙ্কার প্রেক্ষিতে এই আহ্বান জানানো হয়েছে।

এমইপিদের এই জোট এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের চলমান বাণিজ্য চুক্তি স্থগিতের দাবি জানিয়েছে। একইসঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারে থাকা ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করারও আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, “গণহত্যা সনদ এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন” করছে ইসরায়েল, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমইপিরা হুঁশিয়ারি দিয়ে বলেন, বর্তমান নেতৃত্বের পদক্ষেপ ভবিষ্যৎ প্রজন্মের কাছে এক দিন দোষী সাব্যস্ত হবেন।

এছাড়াও, বিবৃতিতে হামাস প্রতিরোধ আন্দোলনের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা ইসরায়েলি বন্দিদের অবিলম্বে মুক্তি দেয়।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “গাজায় চলমান বর্বরতা ও ধ্বংসযজ্ঞের প্রেক্ষিতে এখনই সিদ্ধান্তমূলক পদক্ষেপ না নিলে, তা মানবতার ওপর এক চিরন্তন কলঙ্ক হিসেবে ইতিহাসে লেখা থাকবে। এখন নৈতিক ভীরুতার সময় নয়— পদক্ষেপ নিতে হবে দ্রুত।”

এখন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি। যদিও যুক্তরাজ্য ও নরওয়ে ইতোমধ্যে ইসরায়েলের দুই কট্টর ডানপন্থী মন্ত্রী— নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

সূত্র: প্রেস টিভি

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ