সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার খুনিদের ভয়ে কোনো আত্মীয়-স্বজনের বাড়িতে যেতে পারি না ইসলামী আন্দোলনের মহাসচিবের সঙ্গে ইরানি প্রতিনিধি দলের সাক্ষাৎ  ‘ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আলেম-ওলামার সক্রিয় ভূমিকা ছিল’ ‘বসিলা আন্দোলন জমানোর পিছনে আমাদের মাদ্রাসার বড় ভূমিকা ছিল’ ১১ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১২১, আহত ৫ হাজারের বেশি: টিআইবি শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

ইসরায়েলে ১০ দিন ধরে বিস্ফোরণ ও আগুন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে টানা ১০ দিন ধরে একের পর এক রহস্যজনক বিস্ফোরণ, অগ্নিকাণ্ড ও বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় জনমনে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এসব ঘটনায় ক্ষয়ক্ষতির পাশাপাশি জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, এসব দুর্ঘটনার পরিমাণ প্রতিদিনই বাড়ছে। বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ, ধোঁয়া ও আগুনের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে। তবে এখন পর্যন্ত ইসরায়েলি প্রশাসন এর কোনও পরিষ্কার ব্যাখ্যা দিতে পারেনি।

বিদ্যুৎ কোম্পানি ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ দাবি করছে, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও বিতরণ লাইনে ত্রুটির ফলেই এ সমস্যা তৈরি হচ্ছে। তাদের মতে, ভোল্টেজ ওঠানামা করায় লিথিয়াম ব্যাটারি, এসি ইউনিট ও স্থানীয় ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটছে।

এ বিষয়ে এক বিদ্যুৎ বিশেষজ্ঞ বলেন, “মিউনিসিপ্যাল পর্যায়ে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার দুর্বলতাই এ সমস্যার মূল উৎস। অতিরিক্ত ভোল্টেজই এসব বিস্ফোরণ ঘটাচ্ছে, যা বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে।”

তবে কর্তৃপক্ষ এখনো সমস্যার উৎস নির্ধারণে ব্যর্থ হওয়ায় আতঙ্ক আরও বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, ইঞ্জিনিয়াররা দ্রুত সমাধানের চেষ্টা চালালেও পরিস্থিতি জটিল আকার ধারণ করছে।

দখলীকৃত ফিলিস্তিনি অঞ্চলসহ ইসরায়েলের বিভিন্ন অংশে এসব দুর্ঘটনার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সাধারণ মানুষ মনে করছেন, ঘটনাগুলো নিছক দুর্ঘটনা নয়—এগুলো পরিকল্পিত হামলার অংশও হতে পারে।

সরকারি নীরবতা ও স্পষ্ট বিবৃতির অভাবে গুজব এবং বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে। অনেকেই পরিস্থিতিকে ‘দখলদার সরকারের ব্যর্থতার প্রতিচ্ছবি’ হিসেবেও দেখছেন।

সূত্র: মেহের নিউজ

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ