সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার খুনিদের ভয়ে কোনো আত্মীয়-স্বজনের বাড়িতে যেতে পারি না ইসলামী আন্দোলনের মহাসচিবের সঙ্গে ইরানি প্রতিনিধি দলের সাক্ষাৎ  ‘ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আলেম-ওলামার সক্রিয় ভূমিকা ছিল’ ‘বসিলা আন্দোলন জমানোর পিছনে আমাদের মাদ্রাসার বড় ভূমিকা ছিল’ ১১ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১২১, আহত ৫ হাজারের বেশি: টিআইবি শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

দুবাইয়ে নামাজের সময় ফ্রি পার্কিং সুবিধা দেবে ৫৯ মসজিদ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

এবার দুবাইয়ে নামাজের সময় এক ঘণ্টা করে ফ্রি পার্কিং সুবিধা পাচ্ছেন মুসল্লিরা। মুসল্লিদের সুবিধার্থে আগস্ট থেকে ৫৯টি মসজিদের ২,১০০ স্থানে ফ্রি পার্কিং সেবা চালু করা হয়েছে।

ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্ট (আইএসিএডি) এবং পারকিন কোম্পানির যৌথ উদ্যোগে মুসল্লিদের জন্য এই ব্যবস্থা চালু করা হয়েছে।

এই সেবা চালু হওয়ায় ফজর, জোহর, আসর, মাগরিব এবং এশা— প্রত্যেক ওয়াক্তের নামাজের সময় এক ঘণ্টার জন্য বিনামূল্যে গাড়ি পার্ক করতে পারবেন মুসল্লিরা।

মুসল্লিদের সুবিধার্থে এলাকাগুলোকে জোন এম এবং জোন এমপি হিসেবে ভাগ করা হয়েছে। এর মধ্যে ৪১টি মসজিদ পড়েছে এম জোনে এবং ১৮টি মসজিদ এমপি জোনে।

এই উদ্যোগের লক্ষ্য হলো মসজিদের আশেপাশের জ্যাম কমানো। বিশেষ করে জুমার নামাজের সময় । এবং মুসল্লিদের সময়মতো নামাজে অংশগ্রহণ সহজ করা, যেন তারা পার্কিং নিয়ে দুশ্চিন্তা না করে নামাজ ও ইবাদতে মনোযোগ দিতে পারেন।

ইসলামিক অ্যাফেয়ার্স বিভাগের এক মুখপাত্র বলেন, এই অংশীদারিত্ব আমাদের সমাজের প্রতি দায়বদ্ধতার অংশ। আমরা পার্কিংয়ের ঝামেলা দূর করে মানুষকে ইবাদতে মনোযোগী হতে সহায়তা করছি, যা সমাজিক বন্ধনও সুদৃঢ় করে।

পার্কিং কর্তৃপক্ষ জানায়, চালকরা সবচেয়ে কাছের খালি জায়গা খুঁজে পেতে ডিজিটাল নির্দেশনা ব্যবস্থা চালু করা হয়েছে।

মুসল্লিরা পার্কিং অ্যাপে রিয়েল টাইম তথ্য পাবেন। এছাড়া কারো গাড়ী  নির্ধারিত সময়ের বেশি থাকলে স্বাভাবিক পার্কিং চার্জ প্রযোজ্য হবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, আগস্ট থেকে চালু হওয়া এই নতুন ব্যবস্থা দুবাইয়ের মুসল্লিদের জন্য নামাজে অংশগ্রহণ আরও স্বাচ্ছন্দ্যময় ও আতিথেয়তাপূর্ণ করে তুলবে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ