শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫ ।। ৩০ শ্রাবণ ১৪৩২ ।। ২১ সফর ১৪৪৭

শিরোনাম :
ভোলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নতুন কমিটি ঘোষণা ‘জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি না দিলে কোনো নির্বাচন হবে না’ ‘ইসলামপন্থীরা জুলাই অভ্যুত্থানে শুধু অংশ নেননি, তারা এর চিন্তাও নির্মাণ করেছেন’ ‘কওমি তরুণরা নানা অহেতুক কাজে জীবন খোয়াচ্ছেন’ ঘোষিত সময়েই নির্বাচন হতে হবে: দুদু দুদক সংস্কারে আইন প্রণয়ন ১-২ মাসের মধ্যে: আসিফ নজরুল দেশের ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস খিদমাহ ব্লাড ব্যাংকের এক দশক উদযাপন কাল, প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা ভাঙ্গা পৌর শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আইনি ভিত্তি দিয়ে জুলাই সনদ প্রণয়ন করতে হবে: খেলাফত মজলিস

ইসলামী আন্দোলনের উপদেষ্টা মাওলানা আব্দুল বাতেনের ইন্তেকাল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার উপদেষ্টা ও চাঁদমারি মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব হাফেজ আব্দুল বাতেন সাহেব ইন্তেকাল করছেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

হাফেজ মাওলানা আব্দুল বাতেন’র ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই গভীর শোক প্রকাশ করে মরহুমের মাগফিরাত কামনা করেছে।

এদিকে পৃথক পৃথক বিবৃতিতে মরহুমের মাগফিরাত কামনা করেছেন দলের নায়েবে আমীল মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ।

নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং পরিবার পরিজনকে সবর করার তৌফিক দান করুন। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম মরহুম মুহাম্মদ শরীফ উল্লাহর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে তার মাগফিরাত কামনা করেছেন।

পীর সাহেব চরমোনাই বলেন, হাফেজ আব্দুল বাতেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নিবেদিতপ্রাণ একজন উপদেষ্টা ছিলেন। তিনি দীন বিজয়ের আন্দোলনে বিভিন্নভাবে অবদান রেখেছেন। দরস ও তাদরিসের মাধ্যমে দীন বিজয়ে অবদান রেখেছেন। এছাড়াও তিনি বহু মাদরাসা, মসজিদ প্রতিষ্ঠাসহ দীনের বহুমুখি খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। মহান রব্বুল আলামিন মরহুমের সকল খেদমতকে কবুল করে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা করুন। সেইসাথে পরিবার পরিজনকে সবর করার তৌফিক দিন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ