বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫ ।। ২৯ শ্রাবণ ১৪৩২ ।। ২০ সফর ১৪৪৭

শিরোনাম :
সমকামী এক্টিভিস্ট কর্তৃক দুই শিক্ষককে হত্যার হুমকির তীব্র নিন্দা  গাজা গণহত্যায় যুক্তরাষ্ট্রের ভূমিকা সবচেয়ে বেশি: আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট গণঅভ্যুত্থানে অগ্রভাগে ছিল মাদ্রাসা শিক্ষার্থীরা: ধর্ম উপদেষ্টা আ.লীগকে নির্বাচনে ফেরাতে চাইলে আবারও ‘অভ্যুত্থান’ হবে গণঅভ্যুত্থান ছাড়া ফ্যাসিবাদ সরানো যায় না: মাহমুদুর রহমান আওয়ার ইসলামের উদ্যোগে সিরাতুন্নবী সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, লক্ষাধিক টাকার পুরস্কার মা-বাবা ও উসতাদের সম্মানে দাঁড়ানো কি জায়েয? রাজধানীতে আবারও শক্তির জানান দিলো জামায়াত ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের সুখবর দিলেন সচিব জুলাই ঘোষণাপত্রের আলোকেই নির্বাচন দিতে হবে: জামায়াত নায়েবে আমির

সাবেক এমপি হাফেজ রুহুল আমিন মাদানীর ইন্তেকাল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সাবেক সংসদ সদস্য হাফেজ রুহুল আমিন মাদানী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। 
মঙ্গলবার (১২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৩ বছর বয়সী এই প্রবীণ রাজনৈতিক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের মেজো ছেলে ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান মাহমুদ এই মৃত্যুর সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন। 

গত ২১ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে হাফেজ রুহুল আমিন মাদানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে ২৩ দিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। 

হাফেজ রুহুর আমিন মাদানীর জানাজার নামাজ আজ বুধবার বিকেল ৩টায় তার নিজ গ্রামের বাড়ি ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের চকপাঁচপাড়া মাদরাসা ও কারিগরি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

জানা যায়, হাফেজ রুহুল আমিন মাদানী বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনীত হয়ে ১৯৯৬ সালে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর ২০১৮ সালের নির্বাচনে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। রাজনীতির পাশাপাশি তিনি একজন প্রখ্যাত আলেম ও সমাজসেবক হিসেবেও পরিচিত ছিলেন। ছাত্র জীবনে তিনি পাকিস্তান থেকে কোরআনের হাফেজ হন। এরপর মদীনা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ