মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত রাষ্ট্রের দায়িত্বে কে যাবেন সেই ফয়সালা আল্লাহ করবেন : জামায়াতে আমির শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত 

ইসলামী আন্দোলনের মজলিসে শুরা সদস্যের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শাহনেওয়াজ ফকির

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, নেত্রকোনা জেলা সাবেক সভাপতি ও ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শাহনেওয়াজ ফকির আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে নেত্রকোনায় ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

অ্যাডভোকেট শাহনেওয়াজ ফকির নেত্রকোনা জেলার দীর্ঘদিনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় দায়িত্ব পালন করছিলেন।
 
আগামীকাল শুক্রবার (২৫ অক্টোবর) বাদ জুমা মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

অ্যাডভোকেট শাহনেওয়াজ ফকির-এর ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই গভীর শোক প্রকাশ করেছেন। 

পৃথক পৃথক শোক প্রকাশ করে বিবৃতিতে দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই ও মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ এবং ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান শেখ, সংগঠনের সহ-সভাপতি অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, অ্যাডভোকেট হারুন অর রশিদ, অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল বাসেত, সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট মশিউর রহমান, অ্যাডভোকেট বিল্লাল হোসেন মজুমদার, অ্যাডভোকেট  বায়েজিদ হোসাইন, অ্যাডভোকেট রফিকুল ইসলাম মিলন, অ্যাডভোকেট আব্দুল হামিদ, জাতীয় তাফসীর পরিষদের চেয়ারম্যান মাওলানা আহমদ আবদুল কাইয়ূম ও মহাসচিব হাফেজ মাওলানা মাকসুদুর রহমান।

পীর সাহেব চরমোনাই বলেন, অ্যাডভোকেট শাহনেওয়াজ ফকির একজন আইনজীবী হয়েও দীন বিজয়ের লক্ষ্যে আজীবন কাজ করে গেছেন। মরহুম শাহ নেওয়াজ ফকির আইন পেশার মাধ্যমেও মানুষের মাঝে অনেক কাজ করেছেন। বিশেষ করে প্রচলিত আইনের কুফল ও ইসলামী আইনের সুফল তুলে ধরে মানুষকে দীনের পথে নিয়ে আসার জন্যে অনেক মেহনত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা মরহুমের ভুলত্রুটি ক্ষমা করে দিয়ে মরহুমকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন এবং পরিবার পরিজনকে ধৈয্যধারণ করার তৌফিক দান করুন, আমিন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ