শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫ ।। ৩০ শ্রাবণ ১৪৩২ ।। ২১ সফর ১৪৪৭

শিরোনাম :
ভোলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নতুন কমিটি ঘোষণা ‘জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি না দিলে কোনো নির্বাচন হবে না’ ‘ইসলামপন্থীরা জুলাই অভ্যুত্থানে শুধু অংশ নেননি, তারা এর চিন্তাও নির্মাণ করেছেন’ ‘কওমি তরুণরা নানা অহেতুক কাজে জীবন খোয়াচ্ছেন’ ঘোষিত সময়েই নির্বাচন হতে হবে: দুদু দুদক সংস্কারে আইন প্রণয়ন ১-২ মাসের মধ্যে: আসিফ নজরুল দেশের ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস খিদমাহ ব্লাড ব্যাংকের এক দশক উদযাপন কাল, প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা ভাঙ্গা পৌর শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আইনি ভিত্তি দিয়ে জুলাই সনদ প্রণয়ন করতে হবে: খেলাফত মজলিস

আল্লামা আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর রহ.আর নেই


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

দেশের অন্যতম শীর্ষ আলেম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির ও হজরত হাফেজ্জী হুজুর রহ.-এর ছোট সাহেবজাদা আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। 

শুক্রবার (৪ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজধানীর কামরাঙ্গীরচরে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। 
বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন।

মাওলানা হামিদী জানান, এক সপ্তাহ আগে ঢাকার স্কয়ার হাসপাতাল থেকে ডাক্তাররা আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীকে বাসায় নিয়ে যেতে বলেন। বাসায় আসার পর গুরুতর অসুস্থতার মধ্য দিয়ে এক সপ্তাহ অতিবাহিত হয়। আজ বেলা ১১টার পর তিনি ইন্তেকাল করেন।  
মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী দেশের অন্যতম শীর্ষ বুজুর্গ আলেমে দীন হজরতুল আল্লাম মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর রহ.-এর ছোট ছেলে ও ঢাকার কামরাঙ্গীরচরে হাফেজ্জী হুজুর প্রতিষ্ঠিত জামিয়া নূরিয়া ইসলামিয়া মাদরাসার মুহতামিম ছিলেন। তিনি কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহসভাপতি ছিলেন। এছাড়াও দেশের শীর্ষ আলেমদের মধ্যে তিনি বিশেষভাবে গণ্য হতেন। 

এদিকে পরিবারের পক্ষ থেকে মরহুমের জন্য দোয়ার আবেদন করা হয়েছে। তার জানাজা ও দাফনের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। 

মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীর ইন্তেকালে দেশের আলেম-উলামার মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাঁকে নিয়ে স্মৃতিচারণ করছেন এবং শোক জানাচ্ছেন।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ